আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ দুর্ঘটনা খাস কলকাতায়। এবার ঘটনাস্থল চিংড়িঘাটা। সোমবার সরকারি বাসের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মৃতের নাম, হরমোহন। স্কুটার চালক অরুণ রায় নামের ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুই ব্যক্তি শান্তিনগর থেকে গড়িয়ার দিকে যাচ্ছিলেন। ইএম বাইপাস চিংড়িঘাটা রোডে ওই স্কুটারের পিছনে দ্রুত গতির একটি সরকারি বাস ধাক্কা মারে। তখনই স্কুটার থেকে ছিটকে পড়ে যান আরোহী ও চালক। নিয়ন্ত্রণ হারিয়ে হরমোহন নামের ওই স্কুটার আরোহীর মাথার উপর দিয়ে বাসটি চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ও বেলেঘাটা ট্র্যাফিকের একাধিক পুলিশকর্মী। দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ দেখান। কিছুক্ষণের জন্য চিংড়িঘাটায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত শনিবারেই সল্টলেকের ওয়েবেল মোড়ে বাসের চাকায় পিষ্ঠ হয়ে এক তথ্যপ্রযুক্তি কর্মী তরুণীর মৃত্যু হয়। রবিবার ঠাকুরপুকুরে বাজারের মধ্যে বেপরোয়া গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। সোমবারেও শহরে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল।