• মধ্যবিত্তের শেষ সম্বলটুকুও শুষে নিচ্ছে মোদি সরকার! গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে তোপ মমতার
    প্রতিদিন | ০৮ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনদায়ী ওষুধ, পেট্রল-ডিজেলের পর এবার রান্নার গ্যাসের দাম বাড়াল কেন্দ্রের মোদি সরকার। আর এই ক্রমাগত মূল্যবৃদ্ধির চাপে নাভিশ্বাস উঠেছে আমজনতার। কেন্দ্রের এই ‘জনবিরোধী’ নীতির বিরুদ্ধে এবার সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভারতীয়দের পকেট কাটছে কেন্দ্র। মানুষকে শেষ সম্বলটাও শুষে নেওয়াই তাদের লক্ষ্য।

    একাধাক্কায় ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। কোপ পড়েছে ভরতুকিযুক্ত গ্যাস বা উজ্জ্বলা যোজনার গ্যাসেও। দাম বেড়ে হয়েছে ৫৫৩ টাকা। এনিয়ে সোমবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। লিখেছেন, ‘মোদি সরকারের বিকাশের প্রকৃত অর্থ ভারতীয়দের শেষ সম্বলটাও শুষে নেওয়া। জীবনদায়ী ওষুধ থেকে পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীকে ধীরে ধীরে মহার্ঘ হয়ে উঠছে।’
  • Link to this news (প্রতিদিন)