• চাকরিহারাদের পাশেই মুখ্যমন্ত্রী, সমাবেশ মিটতেই তড়িঘড়ি মুখ্যসচিবের নেতৃত্বে গড়লেন টাস্ক ফোর্স
    প্রতিদিন | ০৮ এপ্রিল ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন কথা, তেমন কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশের পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সুপ্রিম নির্দেশে ‘চাকরিহারা’দের দ্রুত নিয়োগের জন্য টাস্ক ফোর্স গড়লেন তিনি। সোশাল মিডিয়ায় এই কথা জানালেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

    এদিন সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে আছেন তিনি। সভা মিটতেই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন। কুণাল ঘোষ জানিয়েছেন, ‘ইন্ডোরের সভার পর এবিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি। তাতে থাকছেন শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।’

    উদ্দেশ্য কী?
    এক্স হ্যান্ডেলের বার্তায় কুণাল আরও জানিয়েছে, ‘মুখ্যমন্ত্রী আইনি পথেই যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে বিলম্ব না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায়, তা মনিটর করবে এই টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন।’ অর্থাৎ জীবিকা সংকটে থাকা এসএসসির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পুনর্নিয়োগের জন্য় বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছেন না মুখ্যমন্ত্রী, তা কার্যত বুঝিয়ে দিলেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)