পেট্রল–ডিজেলের দাম আজ বাড়ানো হয়েছে। আর তার পর এবার বাড়িয়ে দেওয়া হল রান্নার গ্যাস সিলিন্ডারের দামও। একেবারে একধাক্কায় দাম বাড়ল ৫০ টাকা। আজ, সোমবার মাঝরাত থেকে কার্যকর হবে নতুন দাম। তার জেরে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ৮২৯ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৮৭৯ টাকা। কোপ পড়েছে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের উপরও। সুতরাং আবার মাথায় হাত পড়ল সাধারণ মধ্যবিত্তের। এই লাগামছাড়া দাম বৃদ্ধির জেরে এবার প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস।
এদিকে গরম পড়তেই শাক–সবজির দাম খানিকটা হলেও বেড়েছে। তার মধ্যেই এবার পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি যেমন ঘটল তেমন হেঁশেলের গ্যাস সিলিন্ডারের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘উৎসবের মরশুমের আগে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। পয়লা বৈশাখ উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া বাংলার মানুষ এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে।’ রামনবমীতে বিজেপি সরকারের বড় উপহার বলেও কটাক্ষ করা হয়েছে।
অন্যদিকে এবার ১৪ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হল ৮৭৯ টাকা। যা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মধ্যবিত্তের। এদিকে পেট্রল–ডিজেলে লিটার প্রতি ২ টাকা এক্সাইজ ডিউটি বাড়াল কেন্দ্রীয় সরকার। তার ফলে আবারও বাড়ল পেট্রল, ডিজেলের দাম। সুতরাং যেসব শাক–সবজি গ্রামবাংলা থেকে শহরে নিয়ে আসা হবে তার দাম বেড়ে যাবে। উজ্জ্বলা যোজনার অধীনে থাকা ক্রেতাদেরও গুনতে হবে বাড়তি দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হতো। এবার দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে।
এছাড়া এই দাম বৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরাও ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে আজ লেখা হয়, ‘জাতির স্বঘোষিত ‘সেবক’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে কী উদার উপহার! ভর্তুকিপ্রাপ্ত এবং সাধারণ শ্রেণির উভয় শ্রেণির গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিজেপি দেশের দরিদ্রদের পকেটে পুড়িয়ে গর্ত করছে। ভারতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে চলমান উদ্বেগের মধ্যে এই সমালোচনা উঠে এসেছে। বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ফলে দেশজুড়ে পরিবারের বাজেট ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘বিজেপি আসল চেহারাটা দেখুন। রামনবমীতে বিজেপি সরকারের উপহার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি।’ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ‘কেন্দ্রের বাজেটে বড় বড় কথা। মানুষের কিছু চাওয়ার নেই। মানুষের কথা ভাবেই না কেন্দ্র। সেই বাড়াল গ্যাস–পেট্রোল ডিজেলের দাম।’