মালদায় বন্ধুকে ভিডিও কল করে আত্মঘাতী যুগল, অভিযোগ-পাল্টা অভিযোগ
আজ তক | ০৮ এপ্রিল ২০২৫
বন্ধুকে ভিডিও কল করে আত্মহত্যা করল এক যুগল. সোমবার সকালে এমন ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য মালদার বামনগোলা থানা এলাকায়। জোড়ামৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের মত ছিল না বিয়েতে। তাই শেষমেষ আত্মহননের পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুগলের নাম ফুলটুস মন্ডল এবং রাখি মন্ডল। মৃত ফুলটুসের মা উজ্জ্বলাদেবীর অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি। আর এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে, মৃত রাখি মন্ডলের বাবা গোকুল মন্ডল বলেন, ছেলেটি আমাদের মেয়েকে অত্যাচার করত। ওই আমার মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে। ওই দাবি উড়িয়ে দিয়েছে যুবকের বাড়ি। দুই মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে মৃতদের পরিচিতদের জিজ্ঞাসাবাদ।
গত শনিবার গাজোল থানার আগমপুর এলাকায় এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College) নিয়ে আসা হয়। গতকাল রাত আটটা নাগাদ মেয়ের মৃত্যু হয় এবং রাত একটা নাগাদ ছেলের মৃত্যু হয়।
পেশায় দিনমজুর ফুলটুস মন্ডলের বাড়ি বামনগোলা থানার খোঁয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে, বামনগোলা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মন্ডলের বাড়ি রাখালপুকুর এলাকায়। গত দুর্গাপুজোয় তাদের আলাপ। সেখান থেকেই শুরু হয় প্রেমের সম্পর্ক। কিন্তু দুই পরিবারে জানাজানি হওয়ার পরে শুরু হয় গন্ডগোল। মেয়ের বাড়ি থেকে কেউই এই সম্পর্কে রাজি হননি।
জটিলতা বাড়ে।