সংবাদদাতা, মাথাভাঙা: শহরের ১১ নম্বর ওয়ার্ডের পচাগড় বাজারে পুরসভার স্টল তৈরিকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন, যে জমিতে পুরসভা স্টল তৈরি করছে সেই জমিটি তাঁদের। যদিও পুরসভা জানিয়েছে, ওই জায়গায় দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যবসায়ী দোকান করে আসছে। সম্প্রতি দোকানদাররা ওই জায়গায় স্টল তৈরির দাবি জানান। সেই দাবি মেনে কাজ শুরুর পর একজন বাসিন্দা কাজে বাধা দেয়। আলোচনার জন্য ডাকা হয়েছে। জমি সংক্রান্ত কী কাগজপত্র ওই ব্যক্তির কাছে রয়েছে তা দেখা হবে। এদিন সকালে পুরসভার চেয়ারম্যান সহ আধিকারিকরা জমিটি খতিয়ে দেখে টিনের বেড়া দিয়ে ঘিরে দেন। পুরসভা জানিয়েছে, নিয়ম মেনে নির্মাণ কাজ চলবে।
কৃষ্ণপদ দাস নামে ওই বাসিন্দা জানিয়েছেন, বিগত বাম পুরবোর্ডের সময়েও জমিটি নিয়ে আইনি ঝামেলা হয়েছিল। সেই সময়ে পুরসভা জমির উপর রাস্তার কথা বলে মামলাটিকে বাতিল করার আবেদন জানায়। জমিতে যারা এতদিন দোকান করছিল, তারা জোর করে দোকানঘর তৈরি করেছিল। আমার মায়ের নামে নথিপত্র রয়েছে। পুরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানানোর পরও কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এখন পুরসভা আমার নামে কী নথিপত্র রয়েছে তা দেখছে চাইছে।
মাথাভাঙা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক বলেন, পচাগড় বাজারে বিগত বাম বোর্ডের সময়কাল থেকে কয়েকজন ব্যবসায়ী টিনের চালাঘরে দোকান করে আসছেন। সম্প্রতি ওই দোকানদাররা স্টল তৈরির দাবি জানান। আমরা সেই দাবি মেনে স্টল তৈরির কাজ শুরু করেছি। একজন ব্যক্তি জানিয়েছে জমিটি তাঁদের। যা কাগজপত্র দেখাচ্ছে তাতে ওই জমিটি তাঁদের কি না, সেটা নিয়ে পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। আমরা আলোচনার জন্য ডেকেছি। তাছাড়া ওই ব্যক্তি নিজের নামে এখনও পর্যন্ত কোনও নথি দেখাতে পারেননি। নিজস্ব চিত্র।