এনজিও’র সাহায্যে নন্দপ্রসাদ হাইস্কুলে চালু ডিজিটাল ক্লাসরুম
বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, নকশালবাড়ি: সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি হারানোয় বিপর্যস্ত স্কুলের পঠনপাঠন। এই পরিস্থিতিতে পঠনপাঠন ব্যবস্থা সুদৃঢ় করতে আরও একটি ডিজিটাল ক্লাসরুম পেল নকশালবাড়ির নন্দপ্রসাদ হাইস্কুল। সোমবার এই ক্লাসরুমের উদ্বোধন হয়। এনিয়ে এই স্কুলে তিনটি ডিজিটাল ক্লাসের পরিষেবা চালু হল। এতে বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা বিভিন্ন বিষয়ে পঠনপাঠনে অনেকটা সুবিধা পাবে। স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সাহায্যে ডিজিটাল ক্লাস চালু হল। শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের হাত দিয়ে এর উদ্বোধন হয়। এই ক্লাস রুমে একটি এলসিডি সহ আনুষাঙ্গিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। এনিয়ে স্কুলের প্রধান শিক্ষক নীতীশ ঘোষ বলেন, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে যে সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা যায় না, সেগুলি ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে বোঝানো খুব সহজ। একইসঙ্গে অডিও ভিজুয়ালের মাধ্যমে যখন কিছু পড়ানো হয়, তা পড়ুয়াদের স্মৃতিতে গেঁথে যায়। যা অনেকদিন পড়ুয়ারা মনে রাখতে পারবে। তাঁর সংযোজন, এর আগে রাজ্য সরকারের অর্থানুকূল্যে মাস সাতেক আগে দুটি ডিজিটাল ক্লাসরুম চালু হয়। যা দশম শ্রেণির দুটি সেকশনের জন্য চালু হয়েছে। যেখানে স্মার্টবোর্ডের মাধ্যমে প্রতিটি বিষয়ে পঠনপাঠন চালু রয়েছে। এতে পড়ুয়াদের মধ্যে পড়াশোনার আগ্রহ বেড়েছে।
এই স্কুলে ১৮টি ক্লাস রুম রয়েছে। ওই স্কুলে প্রায় ১৮০০ ছাত্রছাত্রী রয়েছে। এদিকে প্রধান শিক্ষক বলেন, সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের সাত শিক্ষকের চাকরি গিয়েছে। তবে আমাদের পড়ুয়াদের পঠনপাঠন চালিয়ে যেতে হবে। স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণির ৫ জন শিক্ষকের চাকরি গিয়েছে। এরা বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। এর প্রভাব সংশ্লিষ্ট বিভাগে পড়বে। বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।
শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি বলেন,সরকার চায় রাজ্যের প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাস রুমের পরিষেবার আওতায় আনা যায়। এর আগে রাজ্য সরকারের উদ্যোগে এই স্কুলে দু’টি ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে। এদিন এনজিও’র আর্থিক সাহায্যে আরও একটি ডিজিটাল ক্লাসরুম চালু হল। নিজস্ব চিত্র।