• রাস্তার কাজে প্রভাব খাটাচ্ছেন সহ সভাপতি! সরব তারাবাড়ির বাসিন্দারা, আজ বৈঠক
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির কিলারামজোতের তারাবাড়িতে পেভার ব্লকের রাস্তার কাজ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না, দাবি তুলে সোমবার কাজে বাধা দেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সজনী সুব্বা। স্থানীয়দের পাল্টা দাবি, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছিল। তাঁদের অভিযোগ, প্রভাব খাটিয়ে বাড়ির সামনে রাস্তার কাজ করাতে চাইছেন সহ সভাপতি। এতেই বিতর্ক তুঙ্গে। আজ, মঙ্গলবার এনিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ দুই পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছেন। 

    প্রসঙ্গত, মার্চ মাসে ভারত-নেপাল সীমান্তের তারাবাড়িতে রাজীব মোড় থেকে মা সন্তোষী মন্দির পর্যন্ত প্রায় ২ কিমি ৩০০ মিটার পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হয়েছে। এজন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ২ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে এদিন রাস্তার কাজ আটকে স্থানীয়দের সঙ্গে বিবাদে জড়ান নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। 

    সজনী সুব্বা বলেন, কাজে বাধা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। আমার বাড়ির পাশে ১০ ফুটের একটি গলি আছে। সেখানে ঠিকাদারই কাজটি করছেন। ওই রাস্তাটি পঞ্চায়েত সমিতি থেকে করার জন্য আগেই প্রস্তাব দেওয়া আছে। 

    স্থানীয় বাসিন্দা পূর্ণ বাসনেত বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছিল। এখন সহ সভাপতি বলছেন এখানে কাজ হবে না। এমনকী কাজের বোর্ডটি রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে। আরএক বাসিন্দা প্রেম তামাং একেই কথা বলেন। 

    স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় দাস বলেন, জিও ট্যাগ অনুযায়ী কাজ হচ্ছে। সিডিউল অনুযায়ীই কাজ করতে হবে। অথচ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রভাব খাটিয়ে তাঁর বাড়ির সামনের রাস্তার কাজ করাতে চাইছেন। যা গ্রামবাসীরা মানছেন না। এজন্য তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন। 

    এদিকে, মহকুমা পরিষদের সভাধিপতি বলেন, রাস্তার শুরু ও শেষ পয়েন্ট নিয়ে সমস্যা হচ্ছে বলে শুনেছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়াররা কাজের নকশা দিয়ে গিয়েছেন। ওই নকশা অনুযায়ী কাজ হবে। সেক্ষেত্রে সহ সভাপতি কিংবা সভাধিপতির কোনও ভূমিকা নেই। আড়াই কোটি টাকার রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করায় তাদের ধন্যবাদ জানাই। মঙ্গলবার দুই পক্ষকে ডেকে আলোচনা করে মীমাংসা করা হবে। 

     রাস্তা নিয়ে বিবাদ। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)