• নবাবি আমলের ফৌতি মসজিদ সংস্কারের উদ্যোগ নিল পুরসভা
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: রক্ষণাবেক্ষণের অভাবে নবাবি স্থাপত্যের অন্যতম নিদর্শন ফুটি বা ফৌতি মসজিদ ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছিল। এবার ওই মসজিদ সংস্কারে উদ্যোগী হল মুর্শিদাবাদ পুরসভা। মসজিদের পাশে একটি আধুনিক মানের চিলড্রেন্স পার্ক এবং উপ-স্বাস্থ্যকেন্দ্রও গড়ে তোলা হবে। পর্যটকদের সুবিধার জন্য মসজিদের পাশে নতুন রাস্তাও তৈরি হবে। সেইসঙ্গে ৩০০বছরের প্রাচীন লালাজির শিবমন্দির সংস্কারেও পুরসভা উদ্যোগী হয়েছে।

    অষ্টাদশ শতাব্দীর প্রথমদিকে বাংলার দেওয়ান মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে মকসুদাবাদে রাজধানী স্থানান্তরিত করেন। পরে মুর্শিদকুলি খাঁর জামাতা নবাব সুজাউদ্দিন খাঁ মুর্শিদকুলির নামানুসারে মকসুদাবাদের নামকরণ করেন মুর্শিদাবাদ। এখনও শহরের আনাচেকানাচে নবাবি আমলের বহু নিদর্শন রয়ে গিয়েছে। তেমনই এক নিদর্শন ফৌতি বা ফুটি মসজিদ। কাটরা মসজিদ থেকে ৪০০মিটার পশ্চিমে এই মসজিদ তৈরি শুরু করেছিলেন মুর্শিদকুলির দৌহিত্র সরফরাজ খাঁ। কিন্তু নির্মাণকাজ সম্পন্ন হওয়ার আগেই সরফরাজ খাঁ গিরিয়ার যুদ্ধে প্রাণ হারান। গম্বুজের কাজ অসম্পূর্ণ থাকার কারণে লোকমুখে এই মসজিদের নাম হয় ফুটি মসজিদ।

    মুর্শিদাবাদ পুরসভার তত্ত্বাবধানে মসজিদটি সংস্কার হবে বলে পুরসভার চেয়ারম্যান  ইন্দ্রজিৎ ধর জানান। তিনি বলেন, পুরসভার সাড়ে আট বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। এর মধ্যে দেড় বিঘা জমির উপর ফুটি মসজিদ রয়েছে। এই মসজিদ সংস্কারের পাশাপাশি তার পাশে ৩৫ লক্ষ টাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে। এক কোটি টাকায় একটি শিশুউদ্যান হবে। কাঠগোলা থেকে ফুটি মসজিদ হয়ে কাটরা মসজিদ যাওয়ার রাস্তা হবে। পুরসভার নিজস্ব জমিতে মসজিদটি রয়েছে। তাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরসভার। তবে পুরাতত্ত্ব বিভাগের কোনও ভূমিকা আছে কিনা-তা খতিয়ে দেখা হবে।

    মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, সংগঠনের তরফে বহুদিন ধরে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছিল যে, সংস্কার না হলে ফুটি মসজিদ ধ্বংস হয়ে যাবে। এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেজন্য এটি সংস্কার খুব প্রয়োজন। পুরসভা মসজিদটি সংস্কার করলে নবাবি ইতিহাসের একটি দলিল রক্ষা পাবে। ইতিহাসের গবেষক ও পড়ুয়ারা উপকৃত হবেন।
  • Link to this news (বর্তমান)