কাটোয়া শহরের শ্মশানঘাট রোডে প্রতিদিন বাড়ছে যানজট, ক্ষোভ
বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়া শহরের শ্মশানঘাট রোডে নিত্য বাড়ছে যানজট। দুপুরে স্কুলছুটির সময়ে যানজট বেশি হচ্ছে। গরমে ঠায় দাঁড়িয়ে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে পড়ুয়া থেকে সাধারণ পথচারীদের। টোটো ও চারচাকা গাড়িগুলি নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় সকলকে সমস্যায় পড়তে হচ্ছে।
কাটোয়া শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের আলাদা ব্যবস্থা রয়েছে। সিগন্যালিং ব্যবস্থা রয়েছে। তবুও কাটোয়া শহরের শ্মশানঘাট রোডে প্রতিদিন দুপুর হলেই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। একটি বেসকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছুটির পরেই যানজটের সৃষ্টি হয়। স্কুলের সামনে টোটো, স্কুলভ্যান এসে দাঁড়িয়ে পড়ে। পাশাপাশি, ওই রাস্তা দিয়ে শববাহী গাড়ি শ্মশানে যায়। অনেকে ভাগীরথীতে স্নান করার জন্যও ভিড় জমায়। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য ওই চত্বরে কোনও ট্রাফিক পুলিস বা সিভিক ভলেন্টিয়ারের দেখা মেলে না বলে অভিযোগ। ভাতারের বাসিন্দা নিতাই বৈরাগ্য, বিভূচরণ হালদার বলেন, শবদাহ করতে আসার সময়ে আমাদের দীর্ঘ যানজটের মুখে পড়তে হয়েছে। শুধু তাই নয়, চৈত্র মাসে অনেকেই ভাগীরথীতে জল নিতে আসেন। এমনকী, ওই স্কুল চত্বরেই বহু টোটোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার ফলে ওই রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রাফিক পুলিসকে যানচলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এবিষয়ে স্কুল কর্তৃপক্ষকেও উদ্যোগ নিতে হবে।
অন্যদিকে, প্রতিদিন কাটোয়া শহরের গৌরাঙ্গ স্নানঘাট চত্বরে টোটোর দাপটে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। স্নানের ঘাটে যাওয়ার মূল রাস্তায় প্রচুর টোটো বেপরোয়াভাবে যাতায়াতের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। নাজেহাল হতে হচ্ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে। গৌরাঙ্গ ঘাট ছাড়াও শ্মশানঘাট, বল্লভপাড়া ঘাট সহ একাধিক স্নানের ঘাটে প্রায়শই কয়েক হাজার মানুষের ভিড় হয়। আর প্রতিটি ঘাটে যাওয়ার রাস্তায় নিয়ন্ত্রণহীন টোটোগুলি যানজটের সৃষ্টি করছে। স্নানের ঘাটে যেতে মানুষকে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। স্থানীয়দের অভিযোগ, স্নানের ঘাট চত্বরে অতিরিক্ত যানবাহন দাপাদাপি করেছে। এভাবে চলতে থাকলে আগামী দিনে অন্য জায়গায় গিয়ে স্নান সারতে হবে। স্নানের মূল ঘাটেই রাস্তাজুড়ে যানবাহন দাঁড়িয়ে থাকায় মানুষ ভিড়ে যেতে পারছেন না। নিজস্ব চিত্র