• সোনাঝুরির খোয়াইয়ের হাট ঘুরে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, বোলপুর: সোনাঝুরি খোয়াইয়ের হাট নিয়ে পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। ‌সোমবার, হাট ও সংলগ্ন বিভিন্ন রিসর্ট ও খোয়াইয়ে নোংরা-আবর্জনার দূষণ দেখে কার্যত হতবাক হয়ে যান তিনি। তাঁর আক্ষেপ, সোনাঝুরির সোনা ঝরে গিয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকায় দিনের পর দিন বেআইনি কার্যকলাপ চলছে। খুব তাড়াতাড়ি পরিবেশ আদালতের দ্বারস্থ হব। 

    স্থানীয় হস্তশিল্পীদের কথা ভেবে ২০০৩ সালে বল্লভপুর অভয়ারণ্য সংলগ্ন সোনাঝুরি খোয়াইয়ে সপ্তাহে একদিনের হাট শুরু করেছিলেন বিশ্বভারতীর প্রবীণ আশ্রমিক প্রয়াত শ্যামলী খাস্তগীর। শনিবারের হাট নামে ক্রমেই জনপ্রিয় হতে থাকে। বর্তমানে এখানে হাটে শিল্পী ও ব্যবসায়ীর সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গিয়েছে। ব্যাঙের ছাতার মতো প্রায় শ’খানেক রিসর্ট গজিয়ে উঠেছে। তাতেই খোয়াই ও বল্লভপুর অভয়ারণ্যের পরিবেশের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে এদিন সুভাষবাবু হাটের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। যেভাবে জঙ্গল ধ্বংস করে রিসর্টগুলির গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে তা দেখেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। রিসর্টগুলির পিছন দিকে থাকা খোয়াইয়ের অংশে দূষণ দেখে তিনি কার্যত আঁতকে ওঠেন। তিনি বলেন, এখানে যে ধরনের কার্যকলাপ চলছে তা সম্পূর্ণ বেআইনি। ২০ বছর আগে যে পরিবেশ দেখেছিলাম তার আর চিহ্ন নেই। জঙ্গল এলাকায় সম্পূর্ণ বেআইনি ও অবৈধ কার্যকলাপ চলছে। এই অনাচার বন্ধ হওয়া উচিত। না হলে পরিবেশের আর কিছু থাকবে না। আমি অবিলম্বে পরিবেশ আদালতে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব‌।
  • Link to this news (বর্তমান)