• বিপজ্জনক অবস্থায় ফুটপাতে নর্দমার ঢাকনা, ভেঙে পড়ছে লোহার রেলিং
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে ফুটপাতের নর্দমার অনেকগুলি ঢাকনা। সেগুলির মাঝের অংশ ভেঙে গিয়েছে। যে কোনও মুহূর্তে পুরো ভেঙে গিয়ে বড়সড়ো বিপদ ঘটতে পারে। এছাড়াও ফুটপাতের ধারে বসানো লোহার রেলিংগুলির পরিস্থিতি বেহাল। নীচের অংশে মরচে পড়ে রেলিংগুলি ভেঙে পড়ছে। বেশ কিছু জায়গা ইতিমধ্যেই রেলিং ভেঙে ফাঁকা হয়ে গিয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, জাতীয় সড়কের দু’পাশের ফুটপাত দিয়ে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করে। যে কোনও সময়ে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে। নজরদারির অভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয়ে কাকদ্বীপের এক বাসিন্দা নিখিল মাইতি বলেন, জাতীয় সড়ক দিয়ে প্রচুর গাড়ি চলাচল করে। তাই পিচ রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটাচলা করা যায় না। জাতীয় সড়কের দুই পাশে ফুটপাতটি রয়েছে বলে নিশ্চিন্তে মানুষ যাতায়াত করতে পারে। কিন্তু এখন ফুটপাতেরও বেহাল অবস্থা। গত প্রায় দশ বছর আগে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত নর্দমা সহ কংক্রিটের ফুটপাত দু’টি বানিয়েছিল। বর্তমানে নর্দমার ঢাকনাগুলি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এছাড়াও রেলিংগুলিও এক এক করে ভেঙে পড়ছে। এখনই এগুলির মেরামত করা দরকার। না হলে বড়সড় বিপদ ঘটতে পারে। 

    প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ ঘোড়ই বলেন, বিষয়টি নজরে এসেছে। শীঘ্রই নর্দমার ঢাকনাগুলির পাল্টে দেওয়া হবে। এছাড়াও রেলিংগুলিকেও আবার নতুন করে বসিয়ে দেওয়া হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)