সংবাদদাতা, বারুইপুর: কুলতলি থেকে একটি বাইকে চেপে তিনজন বারুইপুরে আসছিলেন বাইক কিনতে। এদিকে ওই পথ ধরেই স্থানীয় দুই বাসিন্দা বাইক করে বাড়ি ফিরছিলেন। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইকচালকের। আহত চারজন বাইক আরোহী। মৃতের নাম সাদ্দাম হালদার (৩৫)। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে, বারুইপুরের কুমোরহাট স্কুল মোড় ও চাঁদখালি মোড়ের মাঝে জলের ট্যাঙ্কের কাছে। অভিযোগ, রাস্তার পাশে সাদা বালি পড়ে থাকায় এই দুর্ঘটনা। প্রায়ই এর জেরে দুর্ঘটনা ঘটে।
এরপর স্থানীয় বাসিন্দারাই আহত চারজনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার এক সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বারুইপুর থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তি বারুইপুরের বলবলিয়ার বাসিন্দা। আহতরা কুলতলি ও বারুইপুর থানা এলাকার বাসিন্দা। কুলতলির বাসিন্দা গিয়াসুদ্দিন গায়েন, আমানুল্লা গায়েন ও সাগির গায়েন বাইকে চেপে বারুইপুরে আসছিলেন বাইক কিনতে। অন্যদিকে, বারুইপুরের বাসিন্দা সাদ্দাম হালদার ও নাজির হালদার ওই পথেই বাইক চেপে বাড়ি ফিরছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তার পাশে ছিটকে পড়েন তাঁরা। রাস্তার পাশে সাদা বালি পড়ে ছিল। তার ফলেই একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাইকে ধাক্কা দেয়। কারও মাথাতেই হেলমেট ছিল না। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিজস্ব চিত্র