ফিরহাদ-অতীনকে সম্বর্ধনা আগে কে দেবে, দমদমে ২ কাউন্সিলার-অনুগামীদের হাতাহাতি
বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রকল্প কার, ক্রেডিট কে নেবে, সম্বর্ধনা কে দেবে, এলাকায় কার ভাবমূর্তি উজ্জ্বল হবে—এসব নিয়েই দমদমে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। কলকাতা পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদের সামনেই মারপিট-হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের দুই কাউন্সিলারের অনুগামীরা। এমনকী সেই ঝামেলার মধ্যে খোদ মহিলা কাউন্সিলারের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। শেষমেষ অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রকল্পের শিলান্যাসের অনুষ্ঠান ভালোভাবেই শেষ হয়। মঞ্চেও বিবাদমান দুই মহিলা কাউন্সিলারকে একসঙ্গে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠেছে। অস্বস্তিতে কলকাতা পুরসভার শীর্ষস্তর।
দমদমের বীরপাড়া পাম্পিং স্টেশন থেকে চিড়িয়া মোড় পর্যন্ত নতুন ভূগর্ভস্থ নিকাশি নালা তৈরি হবে। ২.৭ কিলোমিটার দীর্ঘ এই ড্রেনেজ সিস্টেম তৈরির শিলান্যাস অনুষ্ঠান ছিল এদিন। সেখানে একসঙ্গে উপস্থিত হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। কেন্দ্রীয় সরকারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের তরফে পুরসভা যে বরাদ্দ পেয়েছে, তার মধ্যেই ২৮ কোটি টাকা খরচে এই কাজ শুরু হচ্ছে। কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক হিসেবে অতীন ঘোষ এই বরাদ্দ পেতে বিশেষ উদ্যোগী হয়েছিলেন বলে খবর। এর ফলে কলকাতা পুরসভার আওতাভুক্ত দমদমের ২ নম্বর ওয়ার্ড বেশি উপকৃত হবে। ৩ ও ৪ নম্বর ওয়ার্ড আংশিকভাবে উপকৃত হবে।
এদিন পুরসভার তরফে মূল অনুষ্ঠান মঞ্চ ৩ নম্বর ওয়ার্ডের ছানাপট্টিতে তৈরি করা হয়েছিল। পাশাপাশি ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডাঃ কাকলি সেন মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র পারিষদকে সম্বর্ধনা দেবেন বলে নিজের ওয়ার্ডে পঞ্চাশ ফুট এলাকায় পৃথক একটি মঞ্চ বানিয়ে ছিলেন। অভিযোগ, এদিন মূল অনুষ্ঠানে যাওয়ার পথেই আলাদা মঞ্চের কাছে মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদের গাড়ি দাঁড় করিয়ে সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নেন কাকলি। যা নিয়ে ঝামেলা বাঁধে। অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তীর ঘনিষ্ঠরা আপত্তি তোলেন। কাকলি ঘনিষ্ঠরাও আগে সম্বর্ধনা দেওয়ার দাবি করেন। যা নিয়ে প্রথমে দুপক্ষের বচসা বাঁধে। এরপর তুমুল হাতাহাতি হয়। অভিযোগ, একপক্ষ অন্যপক্ষকে মঞ্চে ফেলে পেটায়। এমনকী সেই ঝামেলা থামাতে গিয়ে মার খেয়ে যান খোদ কাকলিও। অন্তত, সূত্র মারফত পাওয়া একটি ভিডিও ক্লিপে সেই ছবি ধরা পড়েছে।
অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে পড়েন ববি-অতীন। তাঁরাই ঝামেলা থামান। অভিযোগ, কাকলি অনুগামী কয়েকজন আহতও হয়েছেন। একজনের মাথাও ফেটেছে বলে খবর। ঝামেলা মিটলে পরে অবশ্য অনুষ্ঠান মঞ্চে পরিচালনার দায়িত্ব সামলান দেবিকা। কাকলি সেনকেও মঞ্চে রেখে দলীয় ‘ঐক্যে’র বার্তা দেওয়া হয় বলেই মত রাজনৈতিক মহলের। এই প্রসঙ্গে কাকলি সেন অবশ্য কোনও কথা না বললেও, দেবিকা জানান, মেয়রকে দেখে কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছিল। কে মেয়রের সঙ্গে আগে আগে স্টেজ পর্যন্ত যাবে, তা নিয়ে কর্মীদের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়েছিল। তাছাড়া কোনও ঝামেলা হয়নি।