২০১২ সালের একটি মামলায় জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হলো অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে NRI শিল্পপতির উপর হামলার ঘটনায় অভিযুক্ত অভিনেতা সইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখ। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল মালাইকার কাছে। তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় এই গ্রেপ্তারের পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
অসমের কাজ়িরাঙা জাতীয় উদ্যানে জিপ সাফারিতে সচিন তেন্ডুলকর।
মঙ্গলবার বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। আলোচনা হতে পারে আগামিদিনের ভোটের রূপরেখা নিয়ে। গুরুদায়িত্ব পেতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।
মঙ্গলবার সকালে পাঞ্জাবের BJP নেতা মনোরঞ্জন কালিয়ার জলন্ধরের বাড়ির সামনে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। গ্রেনেড হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এসএসসি-র চাকরিপ্রার্থীদের জন্য সুপার নিউমেরারি পদ নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি। অত্যন্ত গুরুত্ব দিয়ে নজর রাখতে হবে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এই শুনানি হবে। নিজেদের বক্তব্য জানাতে পারবে রাজ্য। SSC-তে নিয়োগের জন্য প্রায় ছয় হাজার শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর। অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। তবে কলকাতা হাইকোর্ট এই শূন্যপদ তৈরির সিদ্ধান্ত সঠিক নয় বলে জানিয়ে দেয়। এমনকী CBI প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে ওই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।