এসএসসির ২০১৬ সালের নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাতারাতি চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। এই আবহে আজ সমস্ত নজর সুপার নিউমেরারি পোস্ট (অতিরিক্ত পদ) সংক্রান্ত মামলার শুনানির দিকে। এ দিন এই মামলায় রাজ্যের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।
২০১৬ সালের প্যানেল নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসার পরেই আচমকাই স্কুলের চাকরিতে বাড়তি পদ (সুপার নিউমেরারি পোস্ট) তৈরি করা হয়েছিল, অভিযোগ এমনটাই। যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, ওয়েটিং লিস্টে নাম থাকা আন্দোলনরতদের জন্যই এই পদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর তাতে সম্মতি ছিল রাজ্যের মন্ত্রিসভারও।
২০২৪ সালের ২২ এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ যখন ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিল, সেই সময়েই এই সুপার নিউমেরারি পদ তৈরি করার বিষয়টি নিয়ে আলাদা করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, নির্দেশ দিয়েছিল বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।
এর পর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল,যা এখনও বহাল রয়েছে। আজ (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটির শুনানি হতে চলেছে।