শিয়ালদহ প্রতিদিন কয়েক লাখ মানুষের যাতায়াত। যাত্রা দীর্ঘ হোক বা ছোট ট্রেনে ফেলে আসা জিনিসের তালিকা প্রতিদিনই বেশ লম্বা হয়। ছাতা, টিফিন বক্স থেকে ব্যাগ, সাজের জিনিস কী নেই তাতে। কিন্তু মাঝে মাঝে ট্রেনের কামরায় ভুলে যাওয়া জিনিসের তালিকায় কিছু অন্যধরনের জিনিসেরও সন্ধান মেলে। গত ৪ এপ্রিল শুক্রবার এরকমই কাণ্ড ঘটেছে শিয়ালদহ স্টেশনে।
রেল সূত্রে খবর, শিয়ালদহের টিকিট পরীক্ষকদের তৎপরতায় উদ্ধার হয়েছে একটি বেওয়ারিশ ব্যাগ। ৪ তারিখের দুর্গিয়ানা এক্সপ্রেস, ট্রেন নম্বর ১২৩৫৮-এর একটি কামরা থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা-সহ দামি জিনিসে পূর্ণ একটি ব্যাগ। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর রুটিন পরিদর্শনে গিয়েছিলেন মুখ্য টিকিট পরীক্ষক শ্রী আশীষ কুমার পাল। সে সময়ে তাঁর নজরে পড়ে মেরুন রঙের ঢাউস ব্যাগটি। তৎক্ষণাৎ রেল পুলিশকে সতর্ক করেন তিনি।
ব্যাগটির মালিক সম্পর্কে তথ্য পেতে তা খোলা হলে দেখা যায় তার মধ্যে নগদ ১,০৩,৮২০ টাকা রয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য ব্যক্তিগত সামগ্রী। উদ্ধার হওয়া সামগ্রী আপাতত রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর কাছে গচ্ছিত রাখা হয়েছে। চলছে এর মালিকের খোঁজও। সঠিক সময়ে রেলকর্মীদের নজরে ব্যাগটি না এলে টাকা ও জিনিস বেহাত হতে পারত। শ্রী আশীষ কুমার পাল-এর এই তৎপরতা ও পেশাদারিত্বকে বাহবা জানিয়েছেন শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শ্রী যশরাম মীনা। ব্যাগটির প্রকৃত মালিক প্রমাণ দিয়ে তা সংগ্রহ করবেন বলে আশা রেলকর্তাদের।