• ভরদুপুরে ঘুমন্ত বধূকে ধর্ষণের চেষ্টা আত্মীয়ের, বাধা পেয়ে প্রাণনাশের হুমকি! গ্রেফতার অভিযুক্ত
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৫
  • নিজের বাড়িতেও সুরক্ষিত নন মহিলারা, তার উদাহরণ মিলল পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায়। নিজের বাড়িতেই চরম নির্যাতনের শিকার হতে যাচ্ছিলেন বধূ। ফাঁকা বাড়িতে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন ননদের স্বামী।

    স্বামী, শ্বশুর, শাশুড়ি, বাড়ির সবাই গিয়েছিলেন নিমন্ত্রণ বাড়িতে। সন্তান ছোট বলে দুপুর রোদে আর বাইরে বেরোননি ২৩ বছরের তরুণী। নিজের তিন মাসের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে ঘুমোচ্ছিলেন তিনি। সেই সুযোগেই বছর ৩৫-র ননদের স্বামী চুপি চুপি তাঁর ঘরে আসে। ওই বধূকে ঘুম থেকে তুলে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। মহিলা তাতে রাজি না হওয়ায় জোর করে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ নির্যাতিতার।

    এরপরই গৃহবধূ চিৎকার করলে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত নন্দাই! যাওয়ার সময় কাউকে কিছু বলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে যায় বলেও অভিযোগ। গত ৪ এপ্রিল (শুক্রবার) দুপুরে পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    ৬ এপ্রিল, রবিবার মনের সাহস যুগিয়ে বাড়ির সকলকে কথাটি জানান ওই বধূ। এর পর বছর ২৩-র ওই গৃহবধূ বেলদা থানায় ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, হুমকি ও মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন। ওই বধূর লিখিত অভিযোগের ভিত্তিতে,মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই, সোমবার ভোরে বেলদা থানারই একটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে অভিযুক্তকে দাঁতন আদালতে তোলা হলে, বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। সেই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

  • Link to this news (এই সময়)