• বর-বউ খেলার অজুহাতে ৭ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা, দোষী সাব্যস্ত যুবককে কড়া সাজা আদালতের
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খেলাধুলোর অছিলায় সাত বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ। সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পকসো কোর্টের বিচারক রিন্টু সুর দোষী সাব্যস্ত যুবককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে জানালেন সহকারি সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। 

    ২০২০ সালের ১৬ এপ্রিল জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানায় নাবালিকার পরিবার যৌন হেনস্তার অভিযোগ জানায়। অভিযুক্ত যুবকের পরিবার ও নাবালিকার পরিবার এক বাড়িতে ভাড়া থাকত। সেদিন নাবালিকার বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে অভিযুক্ত যুবক ওই নাবালিকার সঙ্গে খেলাধুলা করছিল। 

    খেলারধুলো করার জন্য অভিযুক্ত যুবক নিজেদের ঘরে নাবালিকাকে নিয়ে যায়। এরপর বর-বউ খেলাধুলোর অজুহাতে ওই নাবালিকাকে যৌন হেনস্তা করে অভিযুক্ত যুবক৷ ঘটনার কথা সেদিনই পরিবারকে জানায় নাবালিকা। থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্তকে পকসো মামলায় গ্রেপ্তার করে পুলিশ৷ 

    এতদিন জেল হেফাজতে ছিল অভিযুক্ত যুবক। এদিন দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, বিচারক ২০ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু'মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সহকারি সরকারি আইনজীবী আরও বলেন, ওই নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা জেলা লিগাল সার্ভিস অথোরিটির পক্ষ থেকে দিতে বলা হয়েছে।
  • Link to this news (আজকাল)