• ফের ডুয়ার্সের ঘিস নদীর চরে উদ্ধার মর্টার শেল, কোথা থেকে এল? চরম ধোঁয়াশা...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
  • অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি সংলগ্ন ঘিস নদীর চরে আবারও পাওয়া গেল সেনাবাহিনীর ব্যবহৃত জোরা মর্টার শেল। ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে মর্টার শেল উদ্ধার হয়েছিল এই নদীর পার থেকে।

    জানা গিয়েছে সোমবার দুপুরে ঘিস নদীর চরে বালুপাথর উত্তোলনের কাজ করা শ্রমিকরা নদীর মাঝে পাথরের সঙ্গে দু'টি মর্টার শেল দেখতে পান। সঙ্গে সঙ্গে শ্রমিকরা ওই এলাকা থেকে দূরে সরে আসেন। এ দিনও স্থানীয় বাসিন্দারাই মাল থানায় খবর দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শেল দু'টি যেখানে পাওয়া গিয়েছে, সেই জায়গাটি ঘিরে রাখা আছে। সেনাবাহিনীর লোকেদের খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা এসে শেল দু'টিকে নিস্ক্রিয় করবেন অথবা উদ্ধার করে নিয়ে যাবেন।

    স্থানীয় এক শ্রমিক জানান, ওদলাবাড়ি এলাকার ঘিস নদীর চরে এনিয়ে এই বছর প্রায় পাঁচবার এইরকম শেল পাওয়া গেল। এর আগে পাওয়া যাওয়া শেল গুলি সেনাবাহিনীর সদস্যরা এসে নিস্ক্রিয় করেছে। প্রতিটি শেলই বহুদিনের পরনো। সম্ভবত দীর্ঘদিন জলে ও খোলা জায়গায় পড়ে থাকার কারণে সেগুলিতে মরচে ধরে ক্ষয়ে গিয়েছে। 

    তবে কীভাবে কেবলমাত্র ঘিস নদীতেই মিলছে এতো বিস্ফোরক? তাই নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।
  • Link to this news (আজকাল)