যোগ্যতার প্রমাণ দিয়েছি, স্বেচ্ছাসেবক হব কেন? স্কুলে গেলেন না চাকরিহারারা
হিন্দুস্তান টাইমস | ০৮ এপ্রিল ২০২৫
মুখ্যমন্ত্রীর অনুরোধে স্বেচ্ছাসেবক হলেন না চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবার গেলেন না স্কুলে। এদিনও কলকাতার শহিদ মিনার চত্বরে অবস্থান করতে দেখা যায় চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের। তাঁদের একটাই দাবি, চাকরিতে বহাল না হলে স্কুলে যাবেন না তাঁরা।
এদিন চাকরিহারাদের নেতা মেহেবুব মণ্ডল বলেন, ‘আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে সহকারী শিক্ষকের চাকরি পেয়েছি। আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব? তাহলে রাজ্যের যত ছেলে - মেয়ে বিএড – এমএড করে বসে আছে তাদেরও স্বেচ্ছাশ্রমের ব্যবস্থা করুন মুখ্যমন্ত্রী।’
তিনি বলেন, ‘এত কিছুর পরেও এখনও অযোগ্যদের আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। গতকালের সভায় অযোগ্যরা স্টেডিয়ামের সামনে এল কী করে? পুলিশ তাদের কেন আটক করল না? কেন তাদের হাতে আমাদের যোগ্য শিক্ষকদের আক্রান্ত হতে হল?’
চাকরিহারা আরেক শিক্ষক বলেন, ‘আমরা স্কুলে যেতেই চাই। কিন্তু কোন মুখে ছাত্র – ছাত্রীদের সামনে দাঁড়াব? তারা যখন প্রশ্ন করবে, আপনার কি চাকরি চলে গেছে? কী জাবাব দেব?’
ওদিকে SSC নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছে বহু স্কুল। বেশ কিছু স্কুলে টার্ম পরীক্ষা বাতিল করতে হয়েছে। কোথাও স্কুলে গ্রুপ ডি কর্মী নেই। কোথাও নেই কারণিক। বহু স্কুলে একাদশ দ্বাদশে বিভিন্ন বিভাগে পঠনপাঠন বন্ধ হয়ে গিয়েছে।
সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভায় চাকরিহারা শিক্ষকদের ২ মাস স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস ছিল, ‘পরে আমি পুষিয়ে দেব’।