• শ্লীলতাহানির মামলা থেকে মুক্ত বিজেপি বিধায়ক
    দৈনিক স্টেটসম্যান | ০৮ এপ্রিল ২০২৫
  • শ্লীলতাহানির মামলা থেকে মুক্তি পেলেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। আলিপুরদুয়ার আদালতে দীঘদিন এই নিয়ে মামলা চলেছে। অবশেষে সোমবার আদালত বিধায়কের মুক্তির রায় দিয়েছে। তিনি জানিয়েছেন তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সকল অভিযোগ মিথ্যে। এই সবকিছুর নেপথ্যে তৃণমূল রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছে। বিধায়ক যখন ২০১৮ সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্টেট ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেইসময় ফালাকাটা সারদা শিশু তীর্থ স্কুলের একটি অনুষ্ঠানে অশান্তি হয়েছিল। তাতে নাম জড়িয়েছিল দীপক বর্মনের। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

    শ্লীলতাহানি, টাকা ছিনতাই থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল। এর উপর ভিত্তি করে পুলিশ সেই বছরই তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলা হয়। গ্রেপ্তারের পরের দিনই তিনি জামিন পেয়ে গেলেও আলিপুরদুয়ার আদালতে মামলা চলছিল। ইতিমধ্যেই তিনি ভোটে জিতে ফালাকাটার বিধায়ক পদ পান। অবশেষে সোমবার আদালতের রায়ে শ্লীলতাহানির মামলা থেকে তিনি মুক্তি পেয়েছেন। তাঁর সঙ্গেই অভিযুক্ত আশিস মণ্ডল নামের এক ব্যক্তিও মামলা থেকে মুক্তি পেয়েছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)