হাতির হামলায় গত ৫ দিনে মৃত্যু ৪ জনের, সতর্ক করল বনদপ্তর
দৈনিক স্টেটসম্যান | ০৮ এপ্রিল ২০২৫
গত পাঁচদিনে আলিপুরদুয়ারের মালবাজারে ৪ জনের হাতির হানায় মৃত্যু হয়েছে। ওই এলাকা জুড়ে হাতির হামলা বেড়ে চলায় প্রাণের ভয়ে দিন কাটাচ্ছেন মানুষ। হাতির হামলায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক আরও বাড়ছে। এদিকে কাঠ সংগ্রহ বা অন্য কোনও উদ্দেশে জঙ্গলে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে প্রশাসন। সোমবার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি বনদপ্তরের উদ্যোগে বনসংলগ্ন বস্তি এলাকায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জঙ্গলের ভিতরে যাতে সাধারণ মানুষ না যান সেই ব্যাপারে সতর্ক করা হয়। প্রসঙ্গত, রবিবার হাতির হামলায় মালবাজারে মারা যান ২ জন। গুরুতর জখম ২ জন হাসপাতালে ভর্তি।
জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে জঙ্গলের ভিতর যাচ্ছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। বনকর্মীরা এর আগেও বেশ কয়েকবার জঙ্গলের ভিতর না যাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তারপরেও সাধারণ মানুষ জীবন-জীবিকার তাগিদে জঙ্গলে যাচ্ছেন বলে অভিযোগ।
এদিকে লোকালয়েও হানা দিচ্ছে হাতির দল। গত ২ দিনে ক্রান্তি ব্লকের আপালচাঁদ বনাঞ্চল সংলগ্ন এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণে ৩ জনের মৃত্যু হয়। ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এরপরই সতর্ক হয় আপালচাঁদ বন বিভাগ। সোমবার ক্রান্তি ব্লকের বন বস্তি এলাকায় বন বিভাগের তরফে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন হয়। উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ পরিশ্রম চিক বড়াইক, বৈকন্ঠপুরের এডিএফও ম্যাডাম মঞ্জুলা তিরকি, কাঠামবাড়ি রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ প্রমুখ। এছাড়াও রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জঙ্গলের ভিতর কেউ যাতে না যায় বারবার সেই আবেদন করা হয়েছে আধিকারিকদের তরফে। শুধু তাই নয়, জঙ্গলে এখন শুকনো পাতা ছড়িয়ে রয়েছে। সেখানে কেউ যাতে আগুন না ধরান, সেই অনুরোধও করা হয়েছে।