বিজেপি ও সিপিএমের চক্রান্তের কারণে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। এই অভিযোগ তুলে চলতি সপ্তাহেই পথে নামছে তৃণমূল কংগ্রেস। একটি বিবৃতি জারি করে দলের কর্মসূচির বিষয়টি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
সুব্রত জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল বুধবার দুপুর ৩টের সময় একটি প্রতিবাদ মিছিল করবেন দলের ছাত্র–যুবরা। মিছিলটি শুরু হবে কলকাতার কলেজ স্কোয়্যার থেকে। শেষ হবে ধর্মতলায়। এই মিছিলে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর ১১ এপ্রিল শুক্রবার জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। জেলার প্রতিটি ব্লক, ওয়ার্ড ও টাউনে এই মিছিল করা হবে। উপস্থিত থাকবেন জেলা থেকে শুরু করে ব্লক নেতৃত্ব।
সোমবার যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি ও সিপিএমকে কাঠগড়ায় তুলেছেন। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে আইসোলেট করার দাবি জানিয়েছেন তিনি। অপরদিকে তাঁর অভিযোগ, বাংলার শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত করেছে বিজেপি। সুপ্রিম কোর্টের এই রায়ের পিছনে খেলা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
মমতার আশঙ্কা, সোমবারের আলোচনা রেকর্ড করে প্রধান বিচারপতির কাছে পাঠানো হতে পারে, যাতে তাঁকে জেলে ভরে দেওয়া যায়। কিন্তু তা সত্ত্বেও তিনি চাকরিহারাদের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। প্রকাশ্য সভা থেকে মমতা চাকরি বাতিলের জন্য বিজেপি ও সিপিএমকে দায়ী করার পর এ বার বিরোধীদের বিরুদ্ধে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস।