মধ্যশিক্ষা পর্ষদের তরফে সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ (মেনশনিং) করতে গিয়ে ধাক্কা খেলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী। মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মেনশনিং করতে হবে। তার পরে বিষয়টি দেখা হবে।
সোমবারই ‘যোগ্য’ চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে পর্ষদের তরফে একটি আবেদন করা হয়েছিল। তাতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ না হওয়া পর্যন্ত এই ‘যোগ্য’ শিক্ষক–শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার অনুমতি দিক।
উল্লেখ্য, সোমবার নেতাজি ইন্ডোর থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের জন্য উল্লেখযোগ্য বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তাঁদের বরখাস্তের কোনও নোটিস দেওয়া হয়নি বলেও জানান তিনি। পাশাপাশি রিভিউয়ের জন্য যে রাজ্য ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, সেই বিষয়টিও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সুপ্রিম কোর্টের থেকে রায়ের আইনি ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। এই অবস্থায় পর্ষদ তাৎপর্যপূর্ণ ভাবে কড়া নেড়েছিল সুপ্রিম কোর্টে।