• এ বার রেড রোডে হনুমান জয়ন্তীতে শোভাযাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে হিন্দু সেবা দল
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৫
  • হনুমান জয়ন্তীতে রেড রোড চত্বরে শোভাযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হলো ‘হিন্দু সেবা দল’। আগামী ১২ এপ্রিল রেড রোডে হনুমান জয়ন্তী পালন করার জন্য একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বার করতে চাইছে তারা। কিন্তু এখনও পর্যন্ত পুলিশের অনুমতি মেলেনি। এই শোভাযাত্রার জন্য অনুমতি চেয়ে এ বার ওই সংগঠন কড়া নেড়েছে কলকাতা হাইকোর্টের দোরগোড়ায়। মঙ্গলবার মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতির তীর্থঙ্কর ঘোষ। বুধবার এই মামলার শুনানি হতে পারে।

    জানা গিয়েছে, ‘হিন্দু সেবা দল’ আগামী ১২ এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে সকাল ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত রেড রোড চত্বরে একটি বিরাট শোভাযাত্রা এবং অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। কিন্তু তার জন্য বার বার অনুমতি চাওয়া হলেও তা কলকাতা পুলিশ দেয়নি বলেই দাবি করা হয়েছে। এ বার সেই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন হিন্দু সেবা দলের। সেই মামলা করার অনুমতিও দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, চলতি বছর শর্তসাপেক্ষে রাজ্যের একাধিক জায়গায় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হনুমান জয়ন্তীতে শোভাযাত্রার অনুমতি পাওয়া যাবে কি না, সেই দিকে এখন সব নজর।

  • Link to this news (এই সময়)