• টোটোর যাত্রীদের বাঁচাতে আচমকা ব্রেক কষলেন চালক, উল্টে গেল বাস,  ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৫
  • সাত সকালে পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় মৃত্যু বাসের এক যাত্রীর। গুরুত্বর জখম ৩৩ জন। জানা গিয়েছে, মঙ্গলবার যাত্রীবাহী বাসটি পান্ডুয়া থেকে কালনার দিকে যাচ্ছিল। শ্রীরামপুর মোড়ে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ শ্রীরামপুরের মোড়ে একটি টোটো হঠাৎই যাত্রীবাহী বাসটির সামনে এসে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, টোটোকে বাঁচাতে গিয়ে বাসের চালক সজোরে ব্রেক কষেন। তার জেরে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইনচুরা এলাকার বাসিন্দা গোপাল মন্ডলের। ৩৩ জন আহত যাত্রীকে কালনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু'জন গুরুতর জখম হয়েছেন। আহতদের কয়েকজন এখনও হাসপাতালে ভর্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

    কালনার এসডিপিও রাকেশ চৌধুরী জানিয়েছেন, বাসের খালাসি আহত অবস্থায় কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে চালক পলাতক। পুলিশ চালকের খোঁজ করছে।

  • Link to this news (এই সময়)