সোমবার নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যোগ্য’-দের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু তাতে ‘সন্তুষ্ট’ নন বহু চাকরিহারা। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝোলালেন বিক্ষোভকারী চাকরিহারারা। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
মঙ্গলবার স্কুলে না গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার শতাধিক শিক্ষক-শিক্ষিকা শহরে প্রতিবাদ মিছিল ও মানব বন্ধন কর্মসূচির আয়োজন করেন। এই মিছিল থেকেই আওয়াজ ওঠে, আগামীতে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। যতদিন না তাঁদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে, ততদিন এই আন্দোলন চলবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ মেদিনীপুর কলেজের কলেজিয়েট মাঠ থেকে মিছিল করে কালেক্টরেট পর্যন্ত যান চাকরিহারা শতাধিক শিক্ষক-শিক্ষিকা। মিছিল থেকে স্লোগান তোলা হয়, ‘সিভিক হতে চাই না।’ এরপরই কালেক্টরেট রোডে প্রায় আধঘণ্টা ধরে মানব বন্ধন এবং পথ অবরোধ হয়। বেলা সাড়ে ১২টা নাগাদ কালেক্টরেট থেকে মিছিল করে এই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা মেদিনীপুর শহরের ডিআই অফিসে (শিক্ষা ভবনে) পৌঁছে যান। ডিআই অফিসের মূল প্রবেশপথে বা মেন গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
জানা গিয়েছে, এই মুহূর্তে অফিসের মধ্যে ডিআই-সহ অন্যান্য কর্মীরা রয়েছেন। ঘটনায় অস্বস্তিতে তাঁরাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, কাউকে ডিআই অফিসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা অফিস থেকে বাইরে বার হতে দেওয়া হচ্ছে না।
(তথ্য সহায়তা: মণিরাজ ঘোষ)