দিঘা যাওয়ার প্ল্যান রয়েছে? ট্রেনেই সফর সেরে ফেলতে চান? যাত্রীদের জন্য সুখবর। পাঁশকুড়া-দিঘা লাইনে এক জোড়া স্পেশাল ট্রেন উপহার পেতে চলেছেন যাত্রীরা। ৯ এপ্রিল বুধবার থেকে মিলবে এই পরিষেবা।
সামনেই বাংলা নববর্ষ। তার উপরে রাজ্য সরকারের উদ্যোগে দিঘায় গড়ে ওঠা জগন্নাথ মন্দিরের উদ্বোধনও সম্মুখেই। সব মিলিয়ে এপ্রিলে দিঘায় পর্যটকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই জন্য পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ‘পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ রেল দপ্তরের কাছে এক জোড়া অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন চালুর আবেদন জানিয়েছিল।
রেল কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়েছে। স্বাভাবিক ভাবেই সাধারণ যাত্রীদের প্রশ্ন, কতদিন চলবে এই বিশেষ ট্রেন। জানা গিয়েছে, আগামী ৮ জুন পর্যন্ত এই জোড়া স্পেশাল ট্রেন চালানো হতে পারে।
একনজরে দেখে নেওয়া যায় স্পেশাল ট্রেনের সময় সূচি
পাঁশকুড়া স্টেশন থেকে প্রতিদিন সকাল ১১টায় ট্রেনটি ছাড়বে। দুপুর ১টা ৫০ মিনিটে তা দিঘায় পৌঁছবে।
অন্যদিকে, দিঘা থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ট্রেনটি ছাড়বে। পাঁশকুড়ায় পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। প্রসঙ্গত, পাঁশকুড়া থেকে দিঘা যাওয়ার জন্য লোকালে ভাড়া ৩০ টাকা এবং একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াতের জন্য ন্যূনতম ভাড়া ১০ টাকা।
‘পাঁশকুড়া হলদিয়া দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সরোজ ঘড়া বলেন, ‘দীর্ঘদিন ধরে দিঘা-পাঁশকুড়া যাত্রীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। পর্যাপ্ত ট্রেন না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় যাত্রীদের। সামনে বাংলার নববর্ষ। একইসঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনও করা হবে। ফলে যাত্রী সংখ্যা আরও বাড়বে।’ এই সময়ে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় সেই জন্যই সাংসদ সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই আবেদন জানানো হয়েছিল তাঁদের সংগঠনের তরফে। রেলের তরফে তা মঞ্জুর করায় স্বাভাবিক ভাবেই খুশি তিনি।