• অত্যাধুনিক ড্রাইভিং ট্রেনিং সেন্টার রাজ্যে, শেখানো হবে কী কী?
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৫
  • সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর সারা দেশে যত পথদুর্ঘটনা ঘটে, তার প্রায় ৮২ শতাংশই হয় চালকের ভুলে। ট্রেন কিংবা প্লেনের পাইলট তৈরির জন্য আলাদা প্রশিক্ষণের কেন্দ্র থাকলেও বাস, লরি কিংবা প্রাইভেট গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার জন্য সে রকম কোনও ব্যবস্থা নেই। সেই খামতি মেটাতে দেশের বিভিন্ন প্রান্তে ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। যেখানে আধুনিক উপায়ে ড্রাইভিং শেখানো হবে। তারই অঙ্গ হিসেবে বেহালা ফ্লায়িং ক্লাবের কাছে অত্যাধুনিক মানের ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য সরকার। তার জন্য এককালীন অর্থ সাহায্যও দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

    সরকারি পরিকল্পনা অনুযায়ী, গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে পাঁচ কোটি জনসংখ্যার জন্য একটি করে এই রকমের প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ড্রাইভিং প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার কাজেও তদরাকি করবে এই সংস্থা। তার তিনটি স্তর থাকবে। প্রথম স্তরে থাকবে মডেল ড্রাইভার ট্রেনিং ইনস্টিটিউট।

    প্রায় ১০–১৫ একর জমির উপর এটি তৈরি হবে। দ্বিতীয় স্তরে থাকবে রিজিওনাল ড্রাইভার ট্রেনিং সেন্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রকমের আঞ্চলিক ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে। এটি তৈরি হবে তিন একর জমির উপর। যেখানে থাকবে অটোমেটেড টেস্টিং ট্র্যাক। তৃতীয় স্তরে প্রতিটি জেলা সদরে একটি করে ড্রাইভিং ট্রেনিং সেন্টার বানানো হবে। এর জন্য কম করে দু’কাঠা জমি লাগবে। যা পরিচালিত হবে পিপিপি মডেলে।

    রাজ্য পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের প্রস্তাব মেনে বেহালায় রিজিওনাল ড্রাইভার ট্রেনিং সেন্টার তৈরির কাজ শুরু হয়েছে। তার প্রায় ৮০ শতাংশ কাজ সম্পূর্ণ—এমনটাই জানিয়েছেন রাজ্য পরিবহণ দপ্তরের অধিকর্তা ইখলাখ ইসলাম। সব ঠিক ঠিক থাকলে এই বছরই বেহালায় প্রস্তাবিত এই সেন্টার চালু হয়ে যাবে।

    পরিবহণ দপ্তরের এক শীর্ষকর্তা জানান, বেহালায় যে সেন্টার তৈরি হচ্ছে, সেখানে আরএফআইডি (রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। সেখানে থাকবে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা। থিওরি এবং প্র্যাকটিক্যাল, দু’রকমই ক্লাসের ব্যবস্থা থাকবে। পাশাপাশি যাঁরা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে আসবেন, তাঁদের থাকার জন্য হস্টেলের সুবিধাও থাকবে।

    কেন্দ্রের নির্দেশিকা মেনে সেটি তৈরি হয়েছে কি না, তা স্ক্রুটিনি করতে একটা উচ্চপর্যায়ের কমিটি থাকবে। তাতে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা ছাড়াও পুনের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের প্রতিনিধিদের রাখা হচ্ছে। ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ। ড্রাইভিংয়ে কম করে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোটর মেকানিকসের সার্টিফিকেট অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ড্রিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে।

  • Link to this news (এই সময়)