• আকাশ মেঘলা, কিছুক্ষণেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগ, জানিয়ে দিল হাওয়া অফিস...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস আগেই জানিয়েছিল, চলতি সপ্তাহ জুড়েই বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি সম্ভাবনা। ১৩ এপ্রিল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস । সঙ্গে দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ও মুর্শিদাবাদে হলুদ সর্তকতা রয়েছে। 

    বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে নদীতে জলোচ্ছ্বাস বাড়তে পারে। 

    হাওয়া অফিস জানিয়েছিল দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণের জেলাগুলির তুলনায় সম্ভাবনা বেশি উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবার সকালে  আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকঘণ্টায় দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্র বিদ্যুৎ-সহ  ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ সতর্কতা। 

    মঙ্গলবার খাস কলকাতার আবহাওয়াও বদলাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। সকালে আকাশ পরিস্কার থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ মেঘলা। বিকেল সন্ধের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি।
  • Link to this news (আজকাল)