পাশের বাড়ির যুবকের সঙ্গে লুকিয়ে প্রেম, স্বামীকে খুনের ছক, একটা ফোনেই সব পাল্টে গেল, চরম পরিণতি...
আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রেম, পরিণতিতে বিয়ে, স্বামীর সঙ্গে নতুন সংসার। শুরুর দিকে সব ঠিক থাকলেও ধীরে ধীরে বদলে যায় সমীকরণ। পাশের বাড়ির যুবকের সঙ্গে প্রেম, স্বামীর সঙ্গে অশান্তি, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক করেন বলেও অভিযোগ যুবতীর বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত যা পরিণতি হল, জানলে চমকে যাবেন।
সোনারপুর থানার মাহিনগরের ঘটনা। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে নিয়ে স্বামীকে খুনের ছক কষেছিল স্ত্রী। তবে সেই ষড়যন্ত্রের জালেই শেষ পর্যন্ত প্রাণ গেল তাঁরই। স্ত্রীকে খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে বলে খবর সূত্রের।
ক্যানিংয়ের হেরোভাঙা এলাকার বাসিন্দা বাপি গায়েন বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রতিবেশী প্রিয়াঙ্কা গায়েনকে। কর্মসূত্রে স্ত্রিকে নিয়ে চলে আসেন সোনারপুরে। সোনারপুরের ভাড়াবাড়ির পাশের ঘরেই থাকতেন সুপ্রকাশ দাস ও তার স্ত্রী। প্রিয়াঙ্কার সঙ্গে সুপ্রকাশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। সেখান থেকে শুরু অশান্তির। জানা গিয়েছে, বাপিকে খুনের পরিকল্পনা করছিল প্রিয়াঙ্কা ও সুপ্রকাশ। ফোনে পরিকল্পনা আলোচনার সময়েই শুনে ফেলেন বাপি। তারপরেই নিজের মতো পরিকল্পনা গড়েন তিনি। অভিযোগ, রাতে স্ত্রী ঘুমিয়ে পড়তেই শ্বাসরোধ করে খুন করেন বাপি। স্ত্রীকে খুনের পর নিজের অপরাধ স্বীকার করে সোজা সোনারপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বাপিকে জেরা করে ঘটনার সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া। প্রতিবেশীদের একাংশ জানিয়েছে, বাপি-প্রিয়াঙ্কার মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত। তবে এমন ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করেননি।