• কালনায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত এক, আহত বহু
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কালনায় বাস দুর্ঘটনা। মঙ্গলবার সকালে কালনা থেকে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিল যাত্রী ভর্তি একটি বাস। কালনার আশ্রমপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনা। আচমকা উল্টে যায় বাসটি। জানা গেছে, লেট ফাইন বাঁচাতে দ্রুতগতিতে হুগলির পাণ্ডুয়া থেকে যাত্রী বোঝাই বাসটি কালনার দিকে আসার পথে টোটোকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ৩৪ জন যাত্রী গুরুতর আহত হন। আহতরা সকলে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রীদের দাবি লেট ফাইন বাঁচাতে দ্রুত গতিতে চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

    আহতদের দেখতে হাসপাতালে যান কালনার এসডিপিও রাকেশ চৌধুরী, কালনা থানার আইসি–সহ কালনা পুরসভার কাউন্সিলররা। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

    বাসে থাকা এক যাত্রী জানান, বাসটি লেট থাকায় দেরি হচ্ছিল। তাই বারবার স্পিড বাড়াচ্ছিল। ড্রাইভার বা কন্ডাক্টর কোনো কথা শোনেনি৷ বাসে থাকা প্রায় সকলেই আহত হয়েছেন। আহত এক যাত্রী শম্পা দে জানান, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। যাত্রীরা সবাই কমবেশি আহত। ঘটনার পর স্থানীয় মানুষজন ছুটে আসেন। উদ্ধারের কাজে হাত লাগান। 

     
  • Link to this news (আজকাল)