হাসপাতালে যাচ্ছিলেন, ১৪ চাকার ট্যাঙ্কার পিষে দিল মহিলাকে
আজকাল | ০৮ এপ্রিল ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে ফুলবাড়ির জটিয়াখালী মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে ট্যাঙ্কারে চাপা পড়ে প্রাণ গেল এক মহিলার। জানা গিয়েছে, মৃতার বাড়ি প্রধান নগর থানা এলাকার চম্পাসারিতে। দুর্ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
উত্তেজিত জনতা শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক পথ অবরোধ শুরু করে। বন্ধ হয়ে যায় শিলিগুড়ি থেকে সমগ্র উত্তরপূর্ব ভারতের সড়ক যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে, পথ অবরধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা এবং হাতাহাতি শুরু হয় স্থানীয় বাসিন্দাদের। উত্তেজনা চরমে উঠলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও প্রশাসনের গাফিলতিতেই এমন পথ দুর্ঘটনা ফুলবাড়ি-সহ জটিয়াখালী এলাকাতে ঘটেই চলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঐ মহিলা ফুলবাড়ি জটিয়াখালী এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রোগীকে দেখতে যাচ্ছিলেন। মাঝ রাস্তায় বিপত্তি। ১৪ চাকার একটি গাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয় করুণা শর্মা নামের ওই মহিলার। ঘাতক গাড়িটিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।