আজকাল ওয়েবডেস্ক: আলিপুরদুয়ারে দুষ্কৃতীর চোরাগুলিতে গুলিবিদ্ধ এক পেট্রোলপাম্প কর্মী। বর্তমানে আহত ওই কর্মী শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, আলিপুরদুয়ারের দু’নম্বর ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর চালতাতলা এলাকার এক পেট্রোল পাম্পে অজয় মণ্ডল নামে এক কর্মীকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে একটি বাইকে করে তিন যুবক পাম্পে তেল ভরতে আসে।
সেই সময়ই ওই কর্মীর সঙ্গে যুবকদের কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে মুখে রুমাল বাধা এক ব্যক্তি অজয়কে লক্ষ্য করে গুলি চালায়। পাম্পের ওই কর্মীর মাথায় গুলি লাগলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। আওয়াজ শুনে পাম্পের অন্যান্য কর্মীরা ছুটে এলে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন অজয়কে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। তবে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে কোচবিহারে এবং তারপর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বর্তমানে ওই কর্মী শিলিগুড়িতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিন সকালে সম্পূর্ণ বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি। জানা গিয়েছে, দুষ্কৃতীরা অজয়কে গুলি করে আসাম বাংলা সীমান্তের দিকে বাইক নিয়ে পালিয়ে যায়।
তদন্তে নেমে পুলিশ সলসলাবাড়ি থেকে শুরু করে বারোবিশা পর্যন্ত জাতীয় সড়কের ওপর রাস্তার ধারের সমস্ত দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। কিন্তু এদিন পাম্পটি বন্ধ থাকায় পেট্রোল পাম্পে কোনও কর্মীকে পাওয়া খুঁজে যায়নি। পার্শ্ববর্তী ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিবেশীরাও বিষয়টি জানেন না। এমনটাই তাঁরা জানিয়েছেন পুলিশকে। গোটা বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। দুষ্কৃতীরা ঠিক কী কারণে হঠাৎ অজয়কে গুলি করল সেই বিষয় নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।