'ভলান্টিয়ার সার্ভিস মানব না', মেদিনীপুরে DI অফিসে তালা ঝোলালেন চাকরিহারারা
আজ তক | ০৮ এপ্রিল ২০২৫
কোনও যোগ্য প্রার্থীর চাকরি বাতিল হতে দেবেন না, সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে সন্তুষ্ট নন বহু চাকরিহারা। এদিন মেদিনীপুর শহরে জেলা শাসকের দফতরের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখালেন চাকরিহারারা। জেলার ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
"কোনভাবেই ভলান্টিয়ার সার্ভিস মেনে নেব না। সমস্ত ওএমআর প্রকাশ্যে আনুন। সসম্মানে চাকরি ফেরত দিতে হবে। দায়িত্ব আপনার।" ঘোষণা করে মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখালেন এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকারার। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ মেদিনীপুরে ডিআই অফিসে তালা ঝোলানবিক্ষোভকারী চাকরিহারারা। এর জেরে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আধিকারিকরা।
মঙ্গলবার মেদিনীপুর শহরে জেলা শাসকের দফতরের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক শিক্ষক-শিক্ষিকা। হাতে হাত ধরে রাস্তা বন্ধ করে দেন তারা। বেলা ১২ টা থেকে দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভ চলতে থাকে। উত্তেজনা সামাল দিতে সেখানে উপস্থিত থাকতে হয়েছে পুলিশকে। তবে খুব বেশি বাধা দিতে পারেনি পুলিশ। এরপরে বেলা একটা নাগাদ বিক্ষোভকারীরা সেখান থেকে কিছুটা দূরে থাকা জেলার ডিআই অফিসে হাজির হয়ে যান। সেখানে গিয়েও তালা ঝুলিয়ে দেন মূল ফটকে। ভেতরে সমস্ত আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ দেখান তারা। দ
শিক্ষক-শিক্ষিকাদের দাবি-" বেশ কিছু জায়গাতে ডিআই অফিসের পক্ষ থেকে নোটিস পাঠানো হচ্ছে বিদ্যালয়ে। ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার নোটিস দেওয়া হচ্ছে। আমরা এটা মেনে নেব না। কোনভাবেই এই উদ্যোগ মানবনা। সসম্মানে চাকরি আমাদের ফেরত দিতে হবে। না হলে আন্দোলন আরো বৃহত্তর হবে।" চাকরিপ্রার্থীদের একটা অংশের আরো দাবি-" পুরো মন্ত্রিসভার নিয়ম ভেঙে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে দুর্নীতি করলো। অথচ সুপ্রিম কোর্ট তাদের ছাড় দিয়ে দিল। আমাদের ক্ষেত্রেই যত সমস্যা।"