• 'সৌগত তো নারদার টাকা খেয়েছে, চোর' TMC-র কল্যাণ এ সব কী বলছেন?
    আজ তক | ০৮ এপ্রিল ২০২৫
  • তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, এক মহিলা সাংসদ তাকে কটূক্তি করেছেন এবং শুধুমাত্র মহিলা হওয়ার কারণে যা ইচ্ছা তাই বলার অধিকার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন, "মহিলা বলে যা ইচ্ছে তাই বলতে পারেন না। সুন্দরী বলে যা ইচ্ছে তাই।"

    তিনি আরও উল্লেখ করেছেন যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাকে পদত্যাগ করতে বলেন, তবে তিনি তা মেনে নেবেন, কারণ রাজনীতি তার জীবিকার মাধ্যম নয়। তার কথায়, "মমতাদি বললে রিজাইন করতে বললে ছেড়ে দেব। রাজনীতি আমার ব্রেড বাটার নয়।"

    কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের অন্যান্য নেতাদেরও সমালোচনা করেছেন। তিনি কীর্তি আজাদকে আক্রমণ করে বলেন, "লড়াইটা আমি করি সংসদে। অন্য কেউ করে না।" এছাড়াও, তিনি সৌগত রায়ের নাম উল্লেখ করে বলেন, "সৌগত রায় তো সিগারেট খেয়েছে। তাতেও দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। তাকে তো চোর চোর বলা হয়।"

    তিনি নারদা কাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন যে দলের কিছু সদস্যের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তার কথায়, "নারদার টাকা খাওয়ার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি?"

    কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যগুলি দলের অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি করেছে এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

     
  • Link to this news (আজ তক)