• হাওড়ার কুলগাছিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, জখম ২
    বর্তমান | ০৮ এপ্রিল ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: হাওড়ার কুলগাছিয়ায় ১৬ নং জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। জখম দুই। আজ, মঙ্গলবার সকালে ঘটেছে দুর্ঘটনাটি। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ কুলগাছিয়ার শ্রীরামপুরে ১৬ নং জাতীয় সড়কের উপর কলকাতাগামী লেনে আচমকাই চলে আসেন এক সাইকেল আরোহী। সেই সময়ে কলকাতার দিকে আসছিল একটি বাইক। তাতে ছিলেন দু’জন আরোহী। আচমকাই তাঁদের বাইকের সামনে ওই সাইকেল আরোহী চলে আসায় ব্রেক কষেন চালক। তখনই পিছন দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল ও বাইক আরোহীদের। সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে যান তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটিও রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনাটি দেখতে পেয়েই দৌড়ে যান স্থানীয়রা। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তাঁরা। তবে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। তাঁর নাম অভিষেক হাজরা (৩৮)। বাড়ি আমতার জয়পুর থানার উত্তর খালনা গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অপর এক বাইক ও সাইকেল আরোহী আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, ওই রাস্তার ধারে এদিন বালি ভর্তি একটি লরি দাঁড়িয়েছিল। সেই সময়ে কোনও গাড়ি আসছে কিনা দেখতে পাননি ওই সাইকেল আরোহী। তাই রাস্তা পার করতে গিয়েছিলেন। আর তখনই ঘটে বিপত্তি। পুলিস ঘাতক গাড়িটিকে আটক করেছে।  
  • Link to this news (বর্তমান)