• ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল, অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ
    দৈনিক স্টেটসম্যান | ০৮ এপ্রিল ২০২৫
  • রামনবমীর দিন ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করার অভিযোগে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইএর করলেন বিধায়ক সোমনাথ শ্যাম। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথের দাবি, অর্জুন সিং রামনবমীর মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অন্য দেশের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। এতে অশান্তি সৃষ্টি হতেই পারত বলে বিধায়কের দাবি।

    রবিবার রামনবমী উপলক্ষে সারা রাজ্যের মতো ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ও জগদ্দলেও বের হয়েছিল মিছিল। ওই মিছিলে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে ইজরায়েলের পতাকা হাতেও দেখা যায়। বেশ কয়েকজন যুবককের হাতেও দেখা যায় ওই পতাকা। আর সেই নিয়ে শুরু হয় বিতর্ক।

    এফআইআর প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ‘উনি ইতিহাসটা ভালো করে জানুন। ভারত সেই কবে থেকে ইজরায়েলের বন্ধু। ব্রিটিশ আমলে ভারত ওদের অস্ত্র দিয়ে সাহায্য করেছে। সেই বন্ধু দেশের পতাকা নেওয়া কী সমস্যা?’ এর পাল্টা সোমনাথ শ্যাম বলেন, ‘বন্ধুত্ব কারও সঙ্গে কারও থাকতেই পারে। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে কূটনৈতিক বন্ধুত্ব প্রদর্শনের কী দরকার? উনি নিজের বাড়ির ছাদে ইজরায়েলের পতাকা টাঙিয়ে বন্ধুত্ব দেখান না!’

    সূত্রের খবর, ভাটপাড়ায় শোভাযাত্রায় অংশ নেন অর্জুন এবং প্রিয়ঙ্গু। সেখানে একহাতে রামচন্দ্রের ছবি সম্বলিত গেরুয়া ধ্বজা ধরেছিলেন অর্জুন, তাঁর অন্য হাতে ছিল ইজরায়েলের নীল-সাদা পতাকা। প্রিয়াঙ্গুকেও দুই হাতে ইজরায়েলের পতাকা হাতে শোভাযাত্রায় হেঁটে যেতে দেখা যায়।

    এই প্রসঙ্গে অর্জুন বলেন, ‘মহরমে প্যালেস্টাইনের ঝান্ডা নিয়ে মিছিল হতে পারলে, আমি কেন ইজরায়েলের ঝান্ডা নেব না? ইজরায়েল সনাতনী ভারতীয়দের বন্ধু। ওরা হিন্দু ভক্ত লোক, ওদের সমর্থন করব। পুলিশের সমস্যা হয়েছে, কারণ ওরা দলদাস। তোপ-বন্দুক হওয়ার আগে রাজপুত রাজারা ইজরায়েলকে রক্ষার জন্য তলোয়ারও ধরেছিলেন।’

    সোমনাথ শ্যাম এর পাল্টা বলেন, ‘অর্জুন সিং কোনও দেশকে পছন্দ করেন বলে রাম নবমী মিছিলে সেই দেশের পতাকা নিয়ে না নেমে নিজের বাড়ির ছাদে ওড়ালেও তো পারতেন। আজ উনি ইজরায়েলের পতাকা নিয়ে মিছিল করছেন, পরবর্তীতে অন্য দেশের পতাকা নিয়ে মিছিল করবেন। এতে ভারত বিশেষ করে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে।’

    তৃণমূল বিধায়কের অভিযোগ, ‘অর্জুন সিং চাইছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মীয় কারণে বিশৃঙ্খলা হোক। তাই আমি অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করেছি।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)