• লোহার স্ক্যাপ বোঝাই ট্রাকে বিদেশি সিগারেট! পাচারের ছক বানচাল পুলিসের...
    ২৪ ঘন্টা | ০৮ এপ্রিল ২০২৫
  • প্রদ্যুত দাস: ট্রাকের ভিতর লোহার স্ক্র্যাপ বোঝাই করে তার নিচে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট গুয়াহাটী থেকে দিল্লির উদ্দেশ্যে পাচারের আগেই আটক জলপাইগুড়ি পুলিসের হাতে।

    গোপন সূত্রে বড় সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিসের। বানারহাট থানার পুলিসের অভিযানে উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকার বিদেশি সিগারেট! বাজেয়াপ্ত একটি ৬ চাকার কনটেইনার। গ্রেফতার ২, ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

    গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ফাঁড়ির এ.এস.আই. বাবলু মিনজ এক বিশেষ অভিযান চালিয়ে একটি ৬ চাকার কনটেইনার (রেজিঃ নম্বর - UP-38-AT-6180) আটক করেন। ট্রাকটি লোহার স্ক্র্যাপ বোঝাই অবস্থায় ছিল, তবে তল্লাশির পর লোহার নিচে লুকানো অবস্থায় ৬৫টি কার্টুন বিদেশি তৈরি সিগারেট উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

    এই বিপুল পরিমাণ অবৈধ জিনিসপত্র গুয়াহাটী থেকে দিল্লির উদ্দেশ্যে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিস প্রাথমিকভাবে জানাতে পারে।

    ঘটনার সঙ্গে জড়িত ট্রাকের চালক কাসেম (জেলা: সম্ভল, উত্তরপ্রদেশ) এবং খালাসি সালমান (জেলা: মোরাদাবাদ, উত্তরপ্রদেশ)-কে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

    জালপাইগুড়ি জেলা পুলিসের পক্ষ থেকে সমাজকে সুরক্ষিত রাখতে এই ধরনের অভিযান  ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    কখনও ওড়িশার গাঁজা আসছে বাংলায়, আবার কখনও গুয়াহাটী থেকে দিল্লিতে পাচার হচ্ছে সিগারেট। কিছুদিন আগেই গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়েছিল পান্ডুয়ায়। তাদের হুগলীর পুলিস অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল, আবার এখন ধরা পড়ল সিগারেট পাচারকারীদের। কোটি কোটি টাকার গাঁজা উদ্ধার হয়েছিল মগরাহাটে। তখনও ট্রাকে করে গাঁজা পাচারের সময় পাকড়াও করা হয়েছিল তাদের।

    বারংবার দুঃসাহসিক অভিযানে নেমেছে পুলিস এবং প্রতিবারই তারা সফল। ট্রাকে করে গাঁজা পাচারের সময় উদ্ধার করেছিল মগরা থানার পুলিস। কখনও গাঁজা উদ্ধার তো কখনও বিদেশি সিগারেট উদ্ধার, একের পর এক পাচার চক্র ভাবিয়ে তুলছে সকলকে।

    কখনও দেখা গেছে, সর্ষের মধ্যেই ভূত। পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ভেতরের লোকই। করোনা পিরিয়েডে লকডাউনের সময় দেখা গেছিল ওষুধও পাচার হচ্ছে। পুলিসের একের পর এক পাচার অভিযান চালিয়ে রুখছে সব পাচার দলকে। এমতাবস্থায় আবার দুঃসাহসিক পাচার রুখতে দেখা গেল। এবার ট্রাকের ভিতর লোহার স্ক্র্যাপ বোঝাই করে তার নিচে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করা গেছে। অবৈধ সিগারেট গুয়াহাটী থেকে দিল্লির উদ্দেশ্যে পাচার হচ্ছিল বলে এখনও অবধি খবর পাওয়া যাচ্ছে। জলপাইগুড়ি পুলিসের হাতে পাচারের আগেই আটক হয়েছে তারা।

     

  • Link to this news (২৪ ঘন্টা)