দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে রণক্ষেত্র ফুলবাড়ি, স্থানীয়দের তাড়ায় স্কুলে আশ্রয় পুলিশের!
প্রতিদিন | ০৮ এপ্রিল ২০২৫
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা। যান চলাচলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় উপস্থিত ট্রাফিক পুলিশ কর্মীদের ঘিরে চলে বিক্ষোভ। একসময় পুলিশ কর্মীরা হামলা থেকে বাঁচতে স্থানীয় একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন। পরে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
ঘটনার সূত্রপাত আজ মঙ্গলবার বেলা ১০টার পরে। ফুলবাড়ির জটিয়াখালির রাস্তা দিয়ে এক মহিলা যাচ্ছিলেন। সেসময় একটি গ্যাসের ট্যাঙ্কার বেপরোয়া গতিয়ে এসে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান চম্পামারির বাসিন্দা ওই মহিলা। সেসময় রাস্তায় ট্রাফিক পুলিশ থাকলেও তাঁরা মোবাইল ফোন ঘাঁটছিলেন বলে অভিযোগ। ঘটনার পরেই যেন আগুনে ঘি পড়ে। ওই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ওই রাস্তা অবরোধ করেন। ট্রাফিক পুলিশদের ঘিরে ধরে বিক্ষোভ চলতে থাকে।
একসময় ট্রাফিক পুলিশ কর্মীরা নিজেদের রক্ষা করতে দৌড়ে পালান। স্থানীয়রাও তাঁদের তাড়া করেন বলে অভিযোগ। পুলিশ কর্মীরা স্থানীয় একটি স্কুলে আশ্রয় নেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেই পুলিশ কর্মীদের ঘিরেও চলে বিক্ষোভ। পুলিশের গাড়ি ঘিরে ফেলা হয়। গাড়িতেও ক্রমাগত চাপড় মারা শুরু হয় বলে অভিযোগ। স্থানীয়দের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময়ের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ও র?্যাফ ঘটনাস্থলে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ। গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের তাড়া খেয়ে পালাতে শুরু করেন স্থানীয়রা।
একাধিক ব্যক্তিকে আটক করা হয়। মৃতদেহও উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্যাঙ্কারটিকেও আটক করা হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ট্রাফিক পুলিশ থাকলেও তাঁরা খুব একটা যান চলাচল নিয়ন্ত্রণ করেন না। বেপরোয়াভাবে ওই রাস্তায় যান চলাচল করে। পুলিশ সব অভিযোগই খতিয়ে দেখছে। ঘটনায় ওই এলাকায় চাপা উত্তেজনা রয়েছে বলে খবর।