সাতসকালে কালনায় ভয়াবহ দুর্ঘটনা, বাস উলটে মেয়ের সামনেই মৃত্যু বাবার
প্রতিদিন | ০৮ এপ্রিল ২০২৫
অভিষেক চৌধুরী, কালনা: সাতসকালে কালনায় ভয়াবহ দুর্ঘটনা। মেয়েকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার পথে বাস উলটে মৃত্যু হল বাবার। জখম কমপক্ষে ৩৩ জন যাত্রী। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। এদিন সকালে কালনা থেকে পাণ্ডুয়ার দিকে যাচ্ছিল যাত্রী ভর্তি একটি বাস। কালনার আশ্রমপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনা। আচমকা উলটে যায় বাসটি। ওই বাসেই মেয়ে সুমনা পানকে বৈদ্যপুরের রামনগর শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন তাঁর বাবা গোপাল মণ্ডল। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালবাবুর। জখম হন ৩৩ জন। প্রাথমিকভাবে স্থানীয়রাই হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এলাকার হাসপাতালে। তাঁদের দেখতে কালনা হাসপাতালে যান কানলার এসডিপি ও রাকেশ চৌধুরী, কালনা থানার আইসি-সহ কালনা পুরসভার ভাইস চেয়ারম্য়ান তপন পোড়েল এবং কাউন্সিলররা। ইতিমধ্যেই মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে দুর্ঘটনা? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল বাসটি। তবে বাসের কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।