• ছেলেকে সরল, মৃতাকে কাঁচা দুধের সঙ্গে তুলনা করে জেলে আরএসএস নেতা
    দৈনিক স্টেটসম্যান | ০১ অক্টোবর ২০২২
  • ফেসবুকে একটি পোস্টে সঙ্ঘের এই সক্রিয় সদস্য লিখেছিল, ‘অঙ্কিতার মৃত্যুর জন্য ওর বাবা-দাদা দায়ী। আমার ছেলে সহজ-সরল, তারা কেন মেয়েকে ছেড়ে দিয়েছিলেন?’ এই প্রশ্ন তুলেই থেমে থাকেনি সঙ্ঘের ওই নেতা। সে আরও লিখেছিল, ‘অঙ্কিতা কাঁচা দুধ। একটা ক্ষুধার্ত বিড়ালের সামনে যদি দুধ রেখে দেওয়া হয় যা হওয়ার তাই হয়েছে!”

    এই পোস্ট নিয়ে দেহেরাদুনের রাইওয়ালা থানায় মামলা দায়ের করেন সমাজকর্মী বিজয়পাল রাওয়াত। তাঁর অভিযোগ ছিল, এই মন্তব্য শুধু মৃতার প্রতি অসম্মান নয়, সামগ্রিকভাবে মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গির সমস্যা। এই ধরনের মন্তব্য মহিলাদের সামাজিক নিরাপত্তাকে তো নষ্ট করবেই সেই সঙ্গে হিংসায় ইন্ধন জোগাবে।

    অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় দেহেরাদুন পুলিশ। গ্রেফতার করে বিপিনকে।একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

    বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য অঙ্কিতা খুনের মূল অভিযুক্ত। জানা গিয়েছে, অঙ্কিতাকে দেহ ব্যবসার জন্য জোর করেছিল পুলকিত। রাজি না হওয়ায় ধর্ষণ করে খুন করা হয় তাঁকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)