• এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ, মঙ্গলেই বৈঠক
    প্রতিদিন | ০৮ এপ্রিল ২০২৫
  • রমেন দাস: ২৬ হাজার চাকরি বাতিলের ভবিষ্যৎ কী? কোন পথে এগোলে চাকরি ফিরতে পারে, এহেন বহু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ‘যোগ্য’ চাকরিহারাদের মনে। উত্তর খুঁজতে এবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারাদের একাংশ। মঙ্গলবার দুপুর ৩ টেয় সল্টলেকে প্রাক্তন বিচারপতির বাড়িতে যাবেন তাঁদের প্রতিনিধিরা।

    কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতিতে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তারপর জল গড়িয়েছে অনেক দূর। সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে বারবার জানিয়েছেন, ‘যোগ্য’দের কারও ভয় নেই। কারও চাকরি যাবে না। তার জন্য সরকার সবরকমভাবে লড়তে প্রস্তুত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সত্যিই কি ফিরবে চাকরি? দ্বিতীয়বার পরীক্ষা না দিয়ে একই পদে কাজ করতে পারবেন? তা নিয়ে সংশয় রয়েছে ‘যোগ্য’ চাকরিহারাদের মনে। এই পরিস্থিতিতে এবার প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা।

    জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ৩ টেয় সল্টলেকে প্রাক্তন বিচারপতির বাড়িতে যাবেন ‘যোগ্য’ চাকরিহারাদের প্রতিনিধিরা। থাকবেন, রাজীব হাঁসদা, সুদীপ কোনার, পল্লব দত্ত, হরি বিশ্বাস,পলাশ মণ্ডল, বাপ্পাদিত্য সরকার-সহ অন্যান্যরা। প্রাক্তন বিচারপতি আইনি পথে সুরাহার রাস্তা দেখাতে পারেন কি না, সেই অপেক্ষায় সকলে। এবিষয়ে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয়েছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, “আমি শুনেছি পাচ্ছি ওনারা আমার বাড়িতে আসছেন। আসুন, তারপর বুঝতে পারব কী বিষয়ে কী কথা হচ্ছে।”
  • Link to this news (প্রতিদিন)