• নারদার চোর, ওর ক্যারেক্টার বলে কিছু নেই, দলীয় সাংসদকে নিয়ে বেলাগাম কল্যাণ
    হিন্দুস্তান টাইমস | ০৮ এপ্রিল ২০২৫
  • তাঁর আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই অভিযোগ করায় দলীয় সাংসদ সৌগত রায়কে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে সৌগতবাবুকে ‘নারদার চোর’ বলে আক্রমণ করেন তিনি। বলেন সৌগতবাবুদের জন্যই দলের ভাবমূর্তি খারাপ হয়েছে।

    এদিন কল্যাণবাবু বলেন, ‘দলের ভাবমূর্তি তো সৌগত রায়ের জন্য নষ্ট হয়েছে। নারদার টাকা খাওয়া সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি? এই তো ভিডিয়োয় দেখলাম একটা সভায় বলে সিগারেট খাচ্ছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয় না? নারদাকাণ্ডের পর কোনও সাংসদ বসতে পারত? সেদিন তো আমাকে বসে বসে শুনতে হয়েছে।’

    তিনি বলেন, ‘সৌগত রায়ের কোনও ক্যারেক্টার আছে না কি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। একবার এর পিছনে লাগা, একবার ওর পিছনে লাগা। সৌগত রায় ২০০১ সাল থেকে আমাকে পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাশমুন্সির লোক ছিল এরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিলে এরা কিছু বলে না। কিন্তু এখনও প্রিয়দাকে নিয়ে কিছু বললে ফোঁস করে ওঠে।’

    এর পর গলা আরও চড়িয়ে কল্যাণ বলেন, ‘ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নারদার চোর। টাকা নিয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)