• কলকাতা স্টেশনে এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার বেনামী ব্যাগ, মিলল লক্ষাধিক টাকা
    হিন্দুস্তান টাইমস | ০৮ এপ্রিল ২০২৫
  • শিয়ালদা বিভাগে ফের উদ্ধার ব্যাগ ভর্তি টাকা। একটি বেনামী ব্যাগ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। পরে ব্যাগ খুলতেই চোখ চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের। ব্যাগ থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের পাশাপাশি আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।


    ব্যাগ থেকে সবমিলিয়ে ১ লক্ষ ৩ হাজার ৮২০ টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও, ব্যাগে বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। রেল সূত্রের খবর, ব্যাগটি উদ্ধার হয়েছে কলকাতা স্টেশনে দাঁড়িয়ে থাকা ১২৩৫৮ দুর্গিয়ানা এক্সপ্রেস থেকে। শিয়ালদা বিভাগের চিফ ইনস্পেক্টর অব টিকিট অসিত কুমার পাল এক্সপ্রেসে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় ব্যাগটি পড়ে থাকতে দেখেন তিনি। প্রথমে তিনি ব্যাগের মালিকের সন্ধান করেন। না পেয়ে তিনি অবিলম্বে রেলের অন্যান্য আধিকারিক এবং আরপিএফকে খবর দেন। ব্যাগে কোনও বিস্ফোরক আছে কি না পরীক্ষা করার পর ব্যাগটি উদ্ধার করে আরপিএফ। ব্যাগের মালিকের সন্ধান করছে আরপিএফ। এরজন্য ব্যাগের মালিককে শনাক্ত করতে এবং যোগাযোগ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    এমন ঘটনার জন্য রেলের কর্তাদের কাছ থেকে বাহবা পেয়েছেন ওই আধিকারিক।শিয়ালদা বিভাগের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার জসরাম মীনা বলেন, ‘আমাদের কর্মীদের সততা ও নিষ্ঠাই প্রতিষ্ঠানের ভিত্তি। অসিত কুমার পালের এই দৃষ্টান্তমূলক কাজ রেলের সকল কর্মীদের অনুপ্রেরণা দেবে।’ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম এই প্রসঙ্গে বলেন, ‘আমরা আমাদের এমন কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা যাত্রীদের কল্যাণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। অসিত কুমার পালের এই পদক্ষেপ রেলের মূল্যবোধ ও সেবার মানকে তুলে ধরে।’

    আধিকারিকদের বক্তব্য, রেল কর্মীরা যাত্রীদের নিরাপত্তা রক্ষায় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল। এই ঘটনাটি আবারও তার প্রমাণ করে। অনেকের মতে, টিকিট পরীক্ষক এই পদক্ষেপ না করলে ব্যাগ বেহাত হতে পারত। ফলে প্রকৃত মালিকের সেই ব্যাগ পাওয়ার কোনও সম্ভাবনা থাকত না। শিয়ালদা বিভাগের অন্যান্য কর্মকর্তারাও অসিত কুমার পালের এই কাজের জন্য প্রশংসা করেছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)