রায় কার্যকর করতে সমস্যা হচ্ছে, পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য
হিন্দুস্তান টাইমস | ০৮ এপ্রিল ২০২৫
২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। সোমবার এই মামলায় একই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রায় একই রকম কারণ দর্শিয়ে মঙ্গলবার রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য। সঙ্গে রাজ্যের তরফে দ্রুত শুনানির আবেদন জানিয়েছে রাজ্য সরকার।
SSC নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সোমবার তাঁদের একাংশের সঙ্গে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মমতা। জানান রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে। মামলায় নিয়োগ করা হবে দেশের তাবড় তাবড় আইনজীবীকে। মমতার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে একই আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে গেল রাজ্য।
রাজ্যের তরফে আবেদনে জানানো হয়েছে, ‘সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে প্রশাসনিক সমস্যা হচ্ছে। এর ফলে বহু স্কুলে পঠনপাঠন বন্ধ করে দিতে হতে পারে। বহু স্কুলে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে পরীক্ষা। যার ফলে ছাত্রছাত্রীরাই বিপাকে পড়ছে।’ একই সঙ্গে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বুধবার এই মামলার শুনানি করার আবেদন জানানো হয়েছে।
বলে রাখি, সোমবার এক আবেদনে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে চাকরিহারাদের অস্থায়ীভাবে কিছুদিন নিযুক্ত রাখার আবেদন জানানো হয়। সেই আবেদনেও স্কুল চালাতে সমস্যা হচ্ছে বলে দাবি করে জানানো হয়েছে, নতুন নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত যেন চাকরিহারাদের শিক্ষকতা করার অনুমতি দেওয়া হয়।