• বড় স্বস্তি মমতার, সুপার নিউমেরারি পদ তৈরিতে CBI তদন্তের নির্দেশ খারিজ
    হিন্দুস্তান টাইমস | ০৮ এপ্রিল ২০২৫
  • রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই মামলার রায়দান করে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। রায়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে খারিজ করেছে সর্বোচ্চ আদালত। এর ফলে বড়সড় স্বস্তি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।

    এদিন রায়দান করে প্রধান বিচারপতি বলেন, ১৯৯৭ সালের স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুসারে কমিশনের চেয়ারম্যান সুপার নিউমেরারি পোস্ট তৈরির সুপারিশ করেছিলেন। অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে। ক্যাবিনেট নোটে উল্লেখ করা হয়েছিল এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না তা নির্ধারিত হবে কলকাতা হাইকোর্টের মামলার রায়ের ওপর। আর রাজ্য মন্ত্রিসভার সেই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল। ফলে এই সিদ্ধান্ত আদালতকে এড়িয়ে নেওয়া হয়েছিল তা বলা যায় না। তাছাড়া মন্ত্রিসভার কিছু স্বাধিকার থাকে। সেখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তাছাড়া মামলাকারীরা কেউ সুপার নিউমেরারি পদ তৈরিক সিদ্ধান্তে তদন্ত চাননি। কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই নির্দেশ দিয়েছিল। একথা বলে সুপার নিউমেরারি পদ তৈরিতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দেন প্রধান বিচারপতি।

    বলে রাখি, ২০২২ সালের মে মাসে রাজ্য মন্ত্রিসভায় সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকী সিবিআই এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পরবে বলেও জানায় ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারের রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যদের জন্য বড় স্বস্তি আনল বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)