ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা। মাইকিং করে দেওয়া হচ্ছে স্লোগান। সেই শব্দই কানে যায় ডিআই অফিসের কাছেই থাকা এক চাকরিহারা শিক্ষিকার। বিক্ষোভস্থলে ছুটে আসেন সেই শিক্ষিকা। আন্দোলনকারীদের কাতর অনুরোধ, এই বিষয়টি নিয়ে যেন রাজনীতি না করা হয়। শিক্ষিকার প্রতিবাদ দেখে হতচকিত হয়ে যান উপস্থিত রাজনৈতিক কর্মীরাও।
মঙ্গলবার দুপুরে সিউড়ির বড়বাগান মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়। সেখানেই উপস্থিত হন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্যান্যরা। মিছিল শেষে ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি।
বিজেপির সেই কর্মসূচিতে ছুটে আসেন অর্পিতা ঘোষ নামে এক চাকরিহারা শিক্ষিকা। বিজেপি কর্মীদের সামনে হাতজোড় করে তিনি বলেন, ‘আমাদের নিয়ে রাজনীতি করবেন না। এটাকে ইস্যু করবে না। এটাকে নিয়ে রাজ্যে পালাবদল হবে না কী হবে? সেটা আমরা জানি না।… আমাদের দোষটা কোথায়? আমরা কোনও এজেন্টকে টাকা দিইনি সেটাই কী আমার দোষ? আমাদের বাঁচান।’
সেই শিক্ষিকার বক্তব্য, ‘আমরা চাকরিটা ছেড়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমাদের দোষটা কোথায়, সেটা তো বলা হবে? এটুকু তো আমরা চাইতেই পারি আমাদের দেশের কাছে।’ শিক্ষিকার কথায়, আমরা তো কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। শুধু সত্যের পাশে যাতে সবাই থাকেন, সেই আর্জি জানান ওই শিক্ষিকা।
বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘উনি পাশেই থাকেন। আমাদের আন্দোলনের অভিঘাত শুনে উনি ছুটে এসেছেন। কোথায় যাবেন ওঁরা? আমরা তাঁদের জন্যেই আওয়াজ তুলছি।’