স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশ করুক। যে কোনও বাধা কাটিয়ে এই তথ্যগুলি সবার সামনে তুলে ধরা হোক। তা হলেই অনেকটা জটিলতা কাটবে বলে ধারণা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিষয়টি নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলার জন্যে মঙ্গলবার কমিশন অফিসে যান অভিজিৎ। যদিও, এ দিন তাঁর সঙ্গে দেখা হয়নি। বুধবার ফের এসএসসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আর্জি জানাবেন।
এ দিন এসএসসি অফিস থেকে বেরিয়ে অভিজিৎ বলেন, ‘আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে এই মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে না। অথচ, এসএসসি চাইলেই এটি প্রকাশ করতে পারে। এর জন্য বিদ্রোহ করতে হবে। উনি (এসএসসির চেয়ারম্যান) যদি এটা করতে পারেন, ইতিহাসে ওঁর নাম থেকে যাবে।’
মঙ্গলবার দুপুরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচী আসেন এসএসসি ভবনে। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রার্থীদের বিষয় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্যই কমিশনের অফিসে হাজির হন তাঁরা। তবে এসএসসি চেয়ারম্যান অফিসে না থাকায় তাঁর সঙ্গে দেখা করতে পারেননি।
উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, সিবিআইয়ের উদ্ধার করা হার্ড ডিস্কে ওএমআর শিট-এর (২০১৬ এসএসসি পরীক্ষার ওএমআর) ইমেজ কপি রয়েছে। এমনকী, ওএমআর শিট আদৌ পুড়িয়ে দেওয়া হয়েছে বা নষ্ট করে দেওয়া হয়েছে কি না সে ব্যাপারেও সন্দিহান তিনি।
তবে, ‘যোগ্য’ চাকরি প্রার্থীদের আন্দোলন করেই অধিকার আদায় করে নিতে হবে বলে মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ‘আমি বলব, চোয়াল চেপে লড়াই করার জন্য প্রস্তুত হোন। লড়াই না করে একটা অধিকারও আদায় করা যায়নি পৃথিবীতে।’ উল্লেখ্য, এ দিন সকালেই চাকরিহারা প্রার্থীদের একাংশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আইনি পরামর্শ নিতে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন।